বাংলারজমিন
বরিশাল সিটিতে যান চলাচলে নিষেধাজ্ঞা, থাকতে পারবে না কোনো বহিরাগত
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
১১ জুন ২০২৩, রবিবার
আজ থেকে বরিশাল সিটিতে কোনো বহিরাগত থাকতে পারবে না। চলবে না মোটরসাইকেল। ১১ই জুন রাত থেকে ১২ই জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ, ট্রাক, বাস এমনকি থ্রি হুইলারও। গতকার বেলা সাড়ে ১১টায় পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন, প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন সব করা হবে। পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকার। এখানে কোনো দল দেখা হবে না। ১০ই জুন রাত ১২টার পর থেকে বরিশালে কোনো বহিরাগত থাকতে পারবে না। চলবে না কোনো মোটরসাইকেল।
আবাসিক হোটেলগুলোতে নজরদারি চলছে। সকল প্রকার বৈধ অস্ত্র ১০ই জন থেকে ১৪ই জুন পর্যন্ত বহন নিষিদ্ধ।