ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নালিতাবাড়ীতে মাদক কারবারি আটক

নালিতাবাড়ী প্রতিনিধি
১১ জুন ২০২৩, রবিবার

২৪ বোতল বিদেশি হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ারসহ শেরপুরের নালিতাবাড়ীতে আসাদুজ্জামান আপেল (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল। গত শুক্রবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুজ্জামান ওই এলাকার ফছির উদ্দিনের ছেলে। র‌্যাব সূত্রে, উদ্ধারকৃত হুইস্কি ও বিয়ারের আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায়। এ বিষয়ে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সবুজ রানা গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে ধৃত আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status