বাংলারজমিন
রূপগঞ্জে জমি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১১ জুন ২০২৩, রবিবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে চা-পান ও কেনাকাটা করে নিজ বাড়ি ফেরার পথে সোলায়মান মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকা এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান মিয়া স্থানীয় মৃত আয়েব আলী মিয়ার ছেলে। তিনি এলাকায় জমি বেচা-কেনার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার পর চা-পান ও বাড়ির প্রয়োজনীয় কিছু সামগ্রী ক্রয় করতে পাশে কালাদী বেবিস্ট্যান্ডে যান সোলায়মান মিয়া।
সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে নিজ বাড়ি থেকে প্রায় ২শ’ গজ দূরে গলা কেটে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহতের ছোট ভাই ও স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে হয়তো বা এ হত্যাকাণ্ড। জমিজমা নিয়ে কয়েকজনের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, হত্যার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারালো ছুরি দিয়ে গলা কেটে সোলায়মানকে হত্যা করা হয়ে। হত্যার কারণ বের করার চেষ্টা চলছে। প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।