ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শরীয়তপুরে ভাতিজার হাতে চাচা খুন

শরীয়তপুর প্রতিনিধি
১১ জুন ২০২৩, রবিবার

শরীয়তপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ছেলেদের হাতে চাচা খুন হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার  রাত ১২টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই মৃত আব্দুস সাত্তার ফকির ও তার সৎ ভাই কামাল ফকিরের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জেরে শুক্রবার সন্ধ্যায় বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ১১টার দিকে আব্দুস সাত্তার ফকির প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ওৎ পেতে থাকা কামাল ফকিরের ছেলে এসকেন, আরিফ, কামালসহ আরও ৭-৮ জন তার ওপর হামলা করে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে মাথায় বড় আঘাত ও সারা শরীরে জখমের সৃষ্টি হয়। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেন। পালং মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেছেন, অভিযোগ পেলে মামলা নেবো।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status