ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

ভারত

মমতার সঙ্গে সন্ধি চান সোনিয়া, প্রয়োজনে অধীরকে বলি

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৯ মাস আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ১২:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

নয়দিল্লির মসনদ থেকে ২০২৪ সালে বিজেপিকে হটানোর জন্য তৃণমূল কংগ্রেসকে পাশে চাই- এই সরল সত্যটা বুঝতে সময় নেননি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি এটাও বিলক্ষণ বুঝেছেন যে বিজেপি, কংগ্রেসের পর তৃণমূল হচ্ছে সংসদ সদস্যের নিরিখে তৃতীয় শক্তিশালী দল। এই দলের হাত ধরেই ২০২৪ সালের বিজেপি বিতারণ যজ্ঞে শামিল হতে চাইছে কংগ্রেস। এই পদক্ষেপে কংগ্রেসের প্রথম বাধা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তীব্র মমতা বিরোধী অধীর এর তৃণমূল বিরোধী বক্তব্য মাঝে মাঝে বিজেপিকেও ছাপিয়ে যায়। সেই কারণে মমতার সঙ্গে সন্ধির লগ্নে বলি হতে পারেন অধীর। তবে, কংগ্রেস নেতৃত্বের সমস্যা একটাই- সোমেন মিত্রর মৃত্যুর পর রাজ্যে কংগ্রেসের মুখ হয়ে উঠতে পারেনি কেউই এক এই অধীর ছাড়া। সেই কারণে অধীর চৌধুরীকে সরানোর বিষয়ে কংগ্রেসেই মতপার্থক্য আছে। সোনিয়া অবশ্য শুধু পশ্চিমবঙ্গ নয়, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান এবং দিল্লিতেও কংগ্রেস সভাপতি পদে বদল চান। যে কোনও মূল্যে বিজেপিকে হারানোটাই তাঁর লক্ষ্য।

বিজ্ঞাপন
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে এই মর্মে বার্তাও পৌঁছে গেছে। সোনিয়া বুঝেছেন, আখিলেশ যাদব, নীতিশ কুমার, তেজস্বী যাদব, কে চন্দ্রশেখর  রাও, এম কে স্তালিন, অরবিন্দ কেজরিওয়াল এর সাহায্য পেলেও মমতা ছাড়া এই জোট অধুরা। তাই মমতাকে জোটে রাখার ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করেছেন সোনিয়া।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status