ভারত
আকসাই চীনে লালফৌজের তৎপরতা, গড়ে উঠছে সেনাক্যাম্প, হেলিপোর্ট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন

বৃটিশ থিংক ট্যাংক চাথাম হাউসের রিপোর্টে নাভিশ্বাস উঠেছে ভারতের সাউথ ব্লকের। বিদেশ দপ্তরে পাঠানো চাথাম হাউসের রিপোর্টে বলা হয়েছে, আকসাই চীনে হাঙ্গার সমেত হেলিপোর্ট, সেনা ছাউনি এবং রাস্তা ঘাট বানাচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন।
শুধু লিখিত রিপোর্টই নয়, চাথাম হাউস রিপোর্টের সঙ্গে স্যাটেলাইট ছবিও পাঠিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধের জন্যই এমন প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। ১৮টি হাঙ্গার বিশিষ্ট হেলিপোর্ট বানানো হচ্ছে। ২০২২-এর অক্টোবর থেকে এই প্রস্তুতি শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।
আকসাই চীনের সীমানা বরাবর পিপলস লিবারেশন আর্মিরও সমাবেশ ঘটিয়েছে শি জিন পিং সরকার। চাথাম হাউসের এই রিপোর্টের ভিত্তিতে ভারতও আকসাই চীনের সীমান্ত বরাবর সেনাদের ড্রিল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার বলেন, চীন কোন দিক দিয়ে আক্রমণ করে তার ঠিক নেই। ভারতীয় বাহিনীকে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে হবে।