ভারত
কংগ্রেসের আপত্তিতে পাটনার বিজেপিবিরোধী মহাসমাবেশের তারিখ বদল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪১ অপরাহ্ন

৮ই জুন পাটনার বিজেপি বিরোধী মহাসমাবেশের দিনক্ষণ নিয়ে তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি- ভারতের জাতীয় কংগ্রেস এই অভিযোগ তোলার পর বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তাঁর ডেপুটি তেজস্বি যাদব মহাসমাবেশের তারিখ বদল করেছেন। নতুন ব্যবস্থায় পাটনায় এই সভা হবে ২৩শে জুন। কংগ্রেসের পক্ষে মল্লিকার্জুন খার্গে এবং অপসারিত সংসদ সদস্য রাহুল গান্ধী এই সভায় যোগ দেবেন।
পশ্চিমবঙ্গ ও দিল্লির মুখ্যমন্ত্রী যথাক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল এই সভায় যোগ দেওয়ার ব্যাপারে তাঁদের সবুজ সংকেত দিয়েছেন। থাকছেন সমাজবাদী পার্টির নেতা আখিলেশ যাদব, এন সি পি নেতা শারদ পাওয়ার, শিব সেনা নেতা উদ্ধার ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিনসহ বিশিষ্ট বিজেপি বিরোধী নেতারা। পাটনা নিয়ে কিঞ্চিৎ আপত্তি থাকলেও কংগ্রেস শেষ পর্যন্ত পাটনা সমাবেশকে মেনে নিয়েছে। রাহুল গান্ধী বলেছেন যে এই সভা থেকেই বিজেপি উৎখাতের বার্তা যাবে।
তেজস্বি যাদব তাঁর বাবা আর জে ডির সর্বাধিনায়ক লালু প্রসাদ যাদবের পরামর্শ নিয়েছেন এই সভার বিষয়ে। মমতা বন্দোপাধ্যায়ের পরামর্শে নীতিশ কুমার পাটনায় এই সভা ডেকেছেন। মমতা বলেছেন, গণতন্ত্রের আবার মর্যাদায় প্রতিষ্ঠা পাওয়ার সূচনা গণতন্ত্রের পূজারী জয়প্রকাশ নারায়ণের কর্মস্থল থেকেই হোক।