খেলা
শ্রীলঙ্কায় জরিমানা আফগানদের
স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৩, মঙ্গলবারশ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে আফগানিস্তান। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। হাম্বানতোতায় গত শুক্রবার হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে আফগানিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি রোববার এক বিবৃতিতে আফগানদের শাস্তির বিষয়টি জানায়। তাদের এই শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। শ্রীলঙ্কাকে ২৬৮ রানে থামিয়ে ওই ম্যাচে ৬ উইকেটে জেতে আফগানিস্তান। রোববার দ্বিতীয় ম্যাচে আফগানদের ১৩২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা। শ্রীলঙ্কায় সিরিজ শেষে বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। আগামী ১৪ই জুন শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। পরে দু’দল খেলবে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।