অনলাইন
ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজার মামলা: আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৪ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন পাসের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭ হাজার ১টি মামলা দায়ের হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান ডিজিটাল আইনে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা জানতে চান। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে ৭০০১টি। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে সংক্রান্ত প্রশ্নের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্টতা থাকায়, ওই অংশ সচিবালয় নির্দেশমালা ২০১৪ এর অনুচ্ছেদ ২১৩(২) অনুযায়ী জননিরাপত্তা বিভাগে স্থানান্তর করা হয়েছে।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। সেই বছরের ৮ই অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়। এর তিনদিনের মাথায় ১১ অক্টোবর প্রথম এই আইনের অধীনে মামলা দায়ের হয়।
সরকার দলীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অধস্তন আদালতগুলোতে চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি। আর ফৌজদারি মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। তিনি জানান, দেশের ৬৪টি জেলার মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৫ লাখ ৪৪ হাজার ৩৩ মামলা চলমান রয়েছে।
পাঠকের মতামত
Terrible message!
কি আজব রাজনীতি আজাব আইন! কেউ কাউকে হত্যা করার হুমকি দিয়া এখন জেলে, প্রতিবাদে এখন রাস্তা আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ এতে আহত হয়েছে পুলিশসহ উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী, এঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি। এর জন্য কি কোনো মামলা হবে বা কেউ কি জেলে যাবে ? আমরা এমন দেশের নাগরিক, আইন সবার জন্য এক সমান না?? কেউ কিছু না করেও আসামী, অজ্ঞাত নাম দিয়া ৭থেকে ৮০ বছরের কাউকে আবার মামলা আটক করা করা হয়, মনে রাখবেন হিসাব সবাইকে দিতে হবে, আপনার দেহ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
You got to pay the price with interest for DSA torture cases. It's a desire and commitment from the freedom loving people of Bangladesh.
A story that reminds us the other side of this news - Gopal Vharr; one fine morning he was asked by the Raza Moshay that how many crows are there in the sky ? Gopal Vharr was prompt to reply, 100 crows. If it is +1 or -1 then one has come from other place or one has flown away to different location. 7000 has been booked by the Law Ministry. By any chance, +/- 1 would be reserved for itself. Mr Paul is watching !?
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]