অনলাইন
ঢাকা কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৬:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২০ অপরাহ্ন

ঢাকা জজ কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থক ৫ আইনজীবী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারক ফারুকী, এডভোকেট মো. মুজাহিদুল ইসলাম সায়েম (৩৫), এডভোকেট মো. আনোয়ার হোসেন তারুণ্য (৩০), এডভোকেট মো. জহিরুল ইসলাম (৩৫) ও মোছাম্মৎ মুন্নি আক্তার (৩০)।
পাঠকের মতামত
ব্যারিস্টার তাপসের বিরুদ্ধে কড়া মামলার তারিখ পরে আড়াই মাস পরে আর বিরোধী দলীয় নেতাদের মামলার তারিখ প্রতিদিন ফেলে সাক্ষী নিয়ে তাদেরকে বিপদে ফেলা হচ্ছে বিচারকদের মাধ্যমে এটা কোনভাবেই আইনের শাসন বা ন্যায় বিচার হতে পারে না আর ওপর দিকে এসব বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে হামলা করা হচ্ছে সন্ত্রাসী কায়দায় পুলিশের সহযোগিতায় এই নৈরাজ্যের বিরুদ্ধে একমাত্র সমাধান হলো মুক্তিযুদ্ধের চেতনা