ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন লিচ

স্পোর্টস ডেস্ক

(৯ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

mzamin

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শুরুর দুই সপ্তাহ আগে বড় এক ধাক্কা খেলো ইংল্যান্ড। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ছিটকে গেলেন দলটির প্রথম পছন্দের স্পিনার জ্যাক লিচ। লর্ডসে শনিবার শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই চোট দেখা দেয় লিচের। স্ক্যানে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনারের। আইরিশদের ১০ উইকেটে হারানো ম্যাচে লিচ নেন ৪ উইকেট।

২০১৮ সালে টেস্ট অভিষেক থেকে এখন পর্যন্ত এই সংস্করণে ৩৫ ম্যাচ খেলে ১২৪ উইকেট নিয়েছেন লিচ। খেলেছেন গত দুই অ্যাশেজ সিরিজেই। ২০১৯ সালে লিডসে ইংলিশদের ১ উইকেটের অবিশ্বাস্য জয়ের ম্যাচে বেন স্টোকসের সঙ্গে শেষ উইকেট জুটির অংশ ছিলেন তিনি। স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের ১৫ টেস্টেই খেলে লিচ উইকেট নেন ৪৫টি। প্রথমবার ম্যাচে ১০ উইকেটের স্বাদ পান তিনি এই সময়েই, গত গ্রীষ্মে হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

এবারের অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য শনিবার ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড। পরদিনই লিচকে হারালো তারা।

বিজ্ঞাপন
শিগগিরই লিচের বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী ১৬ই জুন এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী এই সিরিজের প্রথম টেস্ট।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status