রাজনীতি
সমাবেশে আওয়ামী লীগ বাধা দিচ্ছে, পুলিশ তা কার্যকর করছে: জোনায়েদ সাকি
স্টাফ রিপোর্টার, রোডমার্চ বহর থেকে
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগ গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিচ্ছে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেছেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে মারামারি, হামলা, সংঘর্ষ সৃষ্টি করতে চান। এই সংঘর্ষ-হামলার ফাঁদ তারা পেতেছে। পুলিশ সেটাকে পরিপূর্ণভাবে পৃষ্ঠপোষকতা করছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি চেয়েছি। আওয়ামী লীগ সমাবেশ করবে এ কারণে আমাদের অনুমতি দিচ্ছে না। সিরাজগঞ্জে সমাবেশ করতে পারছি না আওয়ামী লীগের বাধার কারণে। আওয়ামী লীগ বাধা দিচ্ছে আর পুলিশ তা কার্যকর করছে। কৌশলে তারা সমাবেশের অন্যত্র জায়গার কথা বললেও বাস্তবে আওয়ামী লীগ যে বাধা দিচ্ছে সেই বাধা তারা কার্যকর করছে। এটাই বর্তমানে পুলিশের ভূমিকা।
তিনি বলেন, করাতিপাড়ায় আমরা সমাবেশ করবো তা আগে থেকেই ঘোষণা করেছি। সেটা পুলিশ জানে।
এসময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জেএসডি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
পাঠকের মতামত
Tulip, তুমি কি ছেদাড়ী, তাই ওদের ছ্যাদাইরা বলছ? ছোট্ট কালে এই গালী গ্রামের অশিক্ষিত বিটিদের দিতে শুনেছি।
Tulip How shameless you!
Tulip@ ইনি বেহায়া লীগের গৃহপালিত চাপাবাজ বেচারা
Tulip ও আওয়ামী লীগের মতো বেহায়া।
এদেশের পুলিশ হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস। লাইসেন্সধারী সন্ত্রাস।
For that we never forget midnight voter election of govt.
এটা অন্যায়
রাজনীতির নামে নোংরামি করছে আওয়ামীলীগ
তাদের উপর ভিসা নিতি কার্যকর করার অনুরোধ জানাতে পারেন। তারপর দেখেন কিছু হয় কি না
এই প্রচন্ড দাবদাহে এরা মনমনে চাচ্ছিল, কেউ তাদের বাধা দিক, বা একটু কিছু বলুক। ব্যাস সুতানাতা পেয়েই রনে ভংগ। এই হল এদের ছ্যাদাইরা লোক হাসানো আন্দোলন।
100% সঠিক। পুলিশ তো এখন আওয়ামীর অঙ্গসংগঠনের মত করে পরিচয় দিতে চাই ছেন যেমন বাংলাদেশ পুলিশ লীগ।
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা/ যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত, নানা আলোচনা
১৫ দিনের লাগাতার কর্মসূচি/ পাঁচ বিভাগে রোডমার্চ, ঢাকায় ১২টি সমাবেশ ও কনভেনশন করার ঘোষণা বিএনপির

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]