ভারত
করমন্ডল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেলমন্ত্রীর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৮ অপরাহ্ন

করমন্ডল দুর্ঘটনার পর থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মাটি কামড়ে পড়ে আছেন বালেশোরের দুর্ঘটনাস্থলে। রবিবার সন্ধ্যায় বাহানাগা বাজারের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি বললেন, আমি বাহানাগা দুর্ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করছি। এই দুর্ঘটনায় রহস্য আছে, মানবিক কারণেও এই ভুল হলে সিবিআই তা খুঁজে বের করুক। রেল এর রুটিন তদন্ত চলুক, পাশাপাশি সিবিআই অনুসন্ধানও চলুক। কেন্দ্রীয় রেলমন্ত্রী বিরোধী দলের তোপের মুখে পড়েছেন। তিনি চাইছেন, নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত হোক।
শুক্রবার সন্ধ্যায় মেইন লাইনের সবুজ সংকেত দেওয়ার পরও কিভাবে লুপ লাইনে পয়েন্ট সেট করা হলো তার একটা নিরপেক্ষ তদন্ত চান রেলমন্ত্রী। কেন্দ্রীয় সরকার করমন্ডল কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেবে কিনা সেটা ভবিষ্যতের বিষয়। কিন্তু, কেন্দ্রীয় রেলমন্ত্রী যে একটি নতুন দিগন্তের দ্বার খুলে দিলেন তা বলাই বাহুল্য।
রবিবার অনুসন্ধানকারী দলের সার্চ এন্ড সিজার অপারেশন শেষ হয়েছে। করমন্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮। হাসপাতালে এখনও কয়েকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।