ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লিটনের দলে নতুন মুখ দিপু-মুশফিক

স্পোর্টস রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবার
mzamin

কে হবেন টেস্ট অধিনায়ক! লিটন দাস নাকি নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ! নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে। তাই আফগানদের বিপক্ষে নেতৃত্ব দিতে বেশ কয়েকটি নামই ভেসে বেড়িয়েছে। সহ-অধিনায়ক লিটনকে নেতৃত্বে বাড়তি চাপ হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিতে চায়নি। কিন্তু লিটন জানিয়ে দিয়েছেন টেস্টে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন তিনি। তাই আফগানিস্তানের বিপক্ষে তাকেই অধিনায়ক করে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। এই  স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন শাহাদাত হোসেনের সঙ্গে বড় চমক হয়ে দলে এসেছেন তরুণ পেসার মুশফিক হাসান। শুধু নয় দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে পেসার তাসকিন আহমেদ, উইকেট কিপার ব্যাটার জাকির হাসান। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও রেজাউর রহমান রাজা। 

১০ই জুন বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ১৪ই জুন থেকে খেলবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৪ দিনের বিরতি দিয়ে শুরু হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

বিজ্ঞাপন
আফগানদের বিপক্ষে টাইগারদের টেস্ট স্মৃতি সুখকর নয়। ২০১৮-এ দুই দলের প্রথম দেখায় টেস্টে নবাগত রশিদ খান, মোহাম্মদ নবীদের বিপক্ষে নিজেদের মাটিতে লজ্জার হার দেখতে হয়েছিল টাইগারদের। তবে এবার তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল ঘোষণা করেছে নির্বাচকরা। চন্ডিকা হাথুরুসিংহের লাল বলে জয় দিয়ে নিজেদের প্রমাণ করতেও মুখিয়ে আছে। 

টেস্ট দলে চমক হিসেবে সুযোগ পাওয়া শাহাদাত হোসেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। ধারাবাহিক না হতে পারলেও ঘরোয়া ক্রিকেটে প্রতিভার ছাপ রেখেছেন তিনি। তার টেস্ট দলে সুযোগ পাওয়ার অন্যতম কারণ বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সম্প্রতি দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৭৩ ও ৫০ রানের দারুণ দুটি ইনিংস। যদিও লাল বলের ঘরোয়া লীগে প্রথম শ্রেণির ২০ ম্যাচে ৩৬.১৪  গড়ে করেছেন ২টি সেষ্ণুরি মাত্র। সবশেষ লাল বলের ক্রিকেটে ভালো কিছু করতে পারেননি ২১ বছর বয়সী ব্যাটসম্যান। জাতীয় লীগে ৬ ইনিংস খেলে স্রেফ ১১৫ রান করেছিলেন ১৯.৫৮ গড়ে। পরে বিসিএলে ৫ ইনিংসে ২ ফিফটিতে ১৯৪ রান করেন ৩৮.৭৯ গড়ে।

অন্যদিকে চোট পাওয়া অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। গত মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে চোট পান সাকিব। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ জনের স্কোয়াড থেকে ওপেনার সাদমান ইসলাম ও পেসার রেজাউর রহমান রাজা। দুজনই মূলত চোট পাওয়াদের বদলি হিসেবে ছিলেন দলে। বাদ পড়লেন তারা ম্যাচ না খেলেই। আইরিশদের বিপক্ষে ওই টেস্টের স্কোয়াডে শুরুতে থাকলেও পরে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তাসকিন আহমেদ। পরে তিনি যেতে পারেননি ইংল্যান্ড সফরেও। অভিজ্ঞ পেসার এবার ফিরলেন দলে। চোট কাটিয়ে ফিরেছেন জাকির হাসানও। 

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে স্মরণীয় সিরিজের পর আর খেলতে পারেনি এই ওপেনার। মার্চে আইরিশদের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও পরে ছিটকে যান আঙ্গুলের চোট নিয়ে। সেই চোট কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লীগে নেমে প্রথম ম্যাচেই করেন সেষ্ণুরি। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত ৩ ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে অবশ্য খুব ভালো করতে পারেননি ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। তবে ভারত সিরিজের পারফরম্যান্সেই তিনি ফিরে পেলেন নিজের জায়গা। সাদা পোশাকে লিটনের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নেই। তবে দলের বিপদে সীমিত ওভারের দুই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে লিটনের। তামিম ইকবালের চোটে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে নেতৃত্ব দিয়েছিলেন একটি টি-টোয়েন্টিতে। সব ঠিকঠাক থাকলে এবার ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে দেশের ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামবেন তিনি। বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হবেন তিনি।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status