খেলা
তবুও গর্বিত ইউনাইটেড কোচ টেন হাগ
স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৩, সোমবার
শুধু ইংল্যান্ড নয়, পুরো বিশ্বেই এখন বাকি ক্লাবদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। দাপুটে ফুটবলে প্রতিপক্ষকে ধ্বংস করাই যেন তাদের অভ্যাসে পরিণত হয়েছে। সেই দলকেই এফএ কাপের ফাইনালে কঠিন পরীক্ষায় ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও শেষ রক্ষা হয়নি, হার নিয়েই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের। রোববার রাতে এফএ কাপের ফাইনালে সিটির বিপক্ষে ২-১ গোলে হারে ইউনাইটেড। এই হারে হতাশ হলেও শিষ্যদের নিয়ে গর্বিত ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
ম্যান ইউনাইটেডের ডাচ কোচ বলেন, ‘আমার হৃদয় ভেঙেছে, আমরা হতাশ। এটা আসলেই কঠিন। তবে আমি আমার দল নিয়ে গর্বিত।’ ফুটবল ইতিহাসে এবারই প্রথম এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামে ইউনাইটেড। আর ম্যাচ শেষে একাধিক সুযোগ হাতছাড়া করার আক্ষেপ ঝরে টেন হাগের কণ্ঠে। টেন হাগ বলেন, ‘আমরা ম্যাচটা বাজেভাবে শুরু করেছিলাম। তবে এই মুহূর্তে বিশ্বের সেরা দলের বিপক্ষে ম্যাচে আমরা ভালোভাবেই ফিরে এসেছিলাম। আমার মনে হয় প্রথমার্ধে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি। গোল পাওয়ার পর আরও পাল্টা আক্রমণে যে সুযোগ এসেছিল, সেখান থেকে গোল করতে পারতাম। দ্বিতীয়ার্ধেও আমরা দ্রুত গোল হজম করে বসি।’
চলতি মৌসুমের শুরুতেই ইউনাইটেডের কোচের দায়িত্ব নেন টেন হাগ। ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে জায়গা না দিয়ে প্রথম দিকে সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও এরপর আস্তে আস্তে তার দুর্দান্ত কোচিংয়ে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। তার অধীনেই ছয় বছর পর ইউনাইটেডকে ট্রফি এনে দেন, জেতেন লীগ কাপ। গত মৌসুমে ছয়ে থেকে প্রিমিয়ার লীগ শেষ করা রেড ডেভিলরা এবার লীগে হয়েছে তৃতীয়।
সবমিলিয়ে পুরো মৌসুম নিয়ে সন্তুষ্ট টেন হাগ। তিনি বলেন, ‘দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছি। শুরুতে এতটা কল্পনাও করিনি। প্রিমিয়ার লীগে তৃতীয়, চ্যাম্পিয়নস লীগে কোয়ালিফাই করেছি, একটা শিরোপা জিতেছি, এফএ কাপের ফাইনালে খেলেছি। দল নিয়ে আমি খুবই খুশি।’