ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

পিএসজিতে শেষ ম্যাচেও দুয়ো শুনতে হলো মেসিকে

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৩, সোমবার
mzamin

ফরাসি লিগ ওয়ানে শনিবার ক্লেরমোঁর বিপক্ষে ম্যাচটি দিয়ে পিএসজিতে দুই বছরের পথচলা শেষ হলো মেসির। শেষটা খুব ভালো হলো না তার। সুযোগ পেয়েও গোল করতে পারেননি তিনি। ২-০তে এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় দল। সঙ্গে যোগ হয় সমর্থকদের অনেকের অসন্তুষ্টির  বহিঃপ্রকাশ।

ম্যাচ শুরুর আগে লাউড স্পিকারে একাদশ ঘোষণার সময় ষ্টেডিয়ামে লিওনেল মেসির নাম উচ্চারিত হতেই ভেসে এলো দুয়ো। খেলার সময় মেসি একটি সুযোগ হাতছাড়া করতেই আবার দুয়ো। ম্যাচ চলার সময় বার কয়েক একই ঘটনা ঘটলো। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকাকে এভাবেই বিদায় জানালেন পিএসজি’র সমর্থকদের একটি অংশ। অবশ্য এটাই প্রথম নয়, পিএসজিতে শেষ কয়েকটি ম্যাচেই এমন দুয়ো দেওয়া হয়েছে মেসিকে। প্যারিসের ক্লাবটিতে দুই বছরের পথচলায় দুটি লীগ শিরোপা ও একটি ফরাসি কাপ জিতেছেন মেসি।

বিজ্ঞাপন
সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেছেন ৩২টি, অ্যাসিস্ট ৩৫টি। তবে এই ক্লাবের জার্সিতে ঠিক অপ্রতিরোধ্য চেহারায় তাকে দেখা যায়নি। 

বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লীগে সেভাবে জ্বলে উঠতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড। ইউরোপ সেরার আসরে দুই মৌসুমেই শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। এরপর থেকেই মূলত তাকে দুয়ো দেওয়া শুরু করে সমর্থকরা। মেসি অবশ্য শেষ ম্যাচে ছিলেন হাসিমুখেই। তার সঙ্গে ছিল তিন সন্তান। দলীয় ছবি তোলার আগে সন্তানদের হাতে ধরে রেখেছিলেন তিনি। পরে চুমু এঁকে দেন তাদের কপালে। পিএসজিতে নিজের শেষ ম্যাচের আগে বিদায়ী বিবৃতিতে মেসি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট সবার প্রতি। মেসি বলেন, ‘এই দুটি বছরের জন্য এই ক্লাব, প্যারিস শহর ও এই শহরের মানুষদের ধন্যবাদ জানাই। সবাইকে জানাই ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

পরে একটি সাক্ষাৎকারেও ক্লাবকে ধন্যবাদ জানান ৩৬ ছুঁইছুঁই তারকা। মেসি বলেন, ‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি। এই দলে খেলে এবং দারুণ সব ফুটবলারকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ উপভোগ করেছি। প্যারিসে চমৎকার অভিজ্ঞতার জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status