ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মাইন্ড ট্রেনারকে নিয়েই হাথুরুর আফগান মিশন শুরু

স্পোর্টস রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবার
mzamin

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানান, অনলাইনে আগেই কাজ শুরু করে মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউন। শুক্রবার রাতে তিনি ঢাকায় এসেছেন প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে। গতকালই মাঠে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন। শুরুতে মনে করা হচ্ছিল তিনি মনোবিদ হিসেবে কাজ করতে এসেছেন। পরে জানা গেলো ভিন্ন কথা। ক্রীড়া মনোবিদের সঙ্গে এই মাইন্ড ট্রেনারের পার্থক্য আছে। মনোবিদও যোগ দিবেন টাইগার শিবিরে। তবে কেন দুটি ভিন্ন তা সংবাদ মাধ্যমে  নাফীস তুলে ধরেন। জানা গেছে অ্যালান ব্রাউনকে মেন্টাল স্ট্রেংথ ও মাইন্ড ট্রেইনার হিসেবে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হচ্ছে না। 

আগামী দুই সপ্তাহ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন অস্ট্রেলিয়ান এই বিশেষজ্ঞ।

বিজ্ঞাপন
তাকে নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে বলেন,  ‘মাইন্ডট্রেনারের কাজটি ক্রিকেটারদের ব্যক্তিগত কোয়ালিটি যেসব থাকে, সেসবকে কীভাবে দলীয় আবহে কাজে লাগানো যায় তা নিয়ে কাজ করবেন তিনি। প্রশ্ন থাকতে পারে যে একজন ক্ল্যাসিকাল ক্রীড়া মনোবিদের সঙ্গে উনার পার্থক্য কী। কোয়ালিফাইড ক্রীড়া মনোবিদ একজন ক্রিকেটারের ব্যক্তিগত সমস্যা ও সমাধন নিয়ে কাজ করেন ব্যক্তিগত পর্যায়ে। ব্রাউন কাজ করেন একজন ক্রিকেটার কীভাবে তার গুণের জায়গাটিতে দলীয় পারফরম্যান্স বৃদ্ধিতে সহায়তা করতে পারে।’ 

মাইন্ডট্রেনার ব্রাউন কত দিন কাজ করবেন তা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক বলেন, ‘এখন মাইন্ড ট্রেইনারের সঙ্গে কাজ করা হবে দুই সপ্তাহের মতো। এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এরপর একজন মনোবিদও আসবেন, ফিল জোন্সি। আগস্টের ১০-১১ তারিখের দিকে বাংলাদেশে আসতে পারেন তিনি।’ 

গতকাল বাংলাদেশ দল  অনুশীলন শুরু করে দুপুর ২টায়। অবশ্য ১১টার আগেই মাঠে হাজির হন কোচ হাথুরুসিংহে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে শনিবার রাতে বাংলাদেশে এসেছেন এ লঙ্কান কোচ। বাংলাদেশ দল আপাতত  প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামী ১৪ই জুন শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এরপর এশিয়াকাপ ও বিশ^কাপের আগে দলের সঙ্গে যোগ দিবেন মনোবিদও। হাথুরুসিংহের প্রথম মেয়াদে অস্ট্রেলিয়ান মনোবিদ ফিল জোন্সি কাজ করেছেন কিছুদিনের জন্য। আগস্টে তাকেই আবার আনছে বিসিবি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status