খেলা
সিরিজে ফিরলো শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৩, সোমবারহাম্বানটোটায় গতকাল দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের ১৩২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা। আগে ব্যাট করে দুই ফিফটিতে ৬ উইকেটে ৩২৩ রান করে লঙ্কানরা। জবাবে দুটি হাফ সেঞ্চুরি দেখা যায় আফগানিস্তানের ইনিংসেও। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় হার মানে তারা। দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভার ঘূর্ণি জাদুতে ৭ ওভার ৫ বল বাকি থাকতেই ১৯১ রানে অলআউট হয় আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচ আফগানিস্তান জিতেছিল ৫ উইকেটে। গতকাল পাথুম নিসাঙ্কা ও দিমুথ করুণারত্নের ৮২ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় স্বাগতিকরা। নিসাঙ্কা (৪৩) ৭ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি। করুণারত্নে ৬১ বলে হাফ সেঞ্চুরি করে পরের পলেই বিদায় নেন। ৫২ রানের ইনিংসে ছিল ৭ চার। পরে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা ৮৮ রানের জুটিতে শ্রীলঙ্কাকে নিরাপদ অবস্থানে রাখেন।
সামারাবিক্রমা ৪৪ রান করে মুজিব উর রহমানের শিকার। স্কোর আড়াইশ ছাড়ানোর পর কুশল ৭৮ রানে থামেন। তার ৭৫ বলের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছয়। শেষ দিকে দাসুন শানাকার ১৩ বলে ২৩ ও হাসারাঙ্গার ১২ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিওতে তিনশ ছাড়ায় শ্রীলঙ্কা। ২৯ রানে অপরাজিত ছিলেন ধনাঞ্জয়া। ব্যাটিংয়ে অপরাজিত থাকা হাসারাঙ্গা ও ধনাঞ্জয়া বল হাতে ছিলেন দুর্দান্ত। যদিও আগের ম্যাচের সেরা খেলোয়াড় ইব্রাহিম জাদরান আবারও উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে। রহমত শাহ (৩৬) ফেরার পর অধিনায়ক হাসমতউল্লাহ শহীদীকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন তিনি। দুই ব্যাটারই হাফ সেঞ্চুরি করেন। ধনাঞ্জয়া পরপর দুই ওভারে ইব্রাহিম ও নাজিবউল্লাহ জাদরানকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন। ইব্রাহিম ৫৪ রানে থামেন। এরপর ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ। ইনিংস সেরা ৫৭ রান করা শহীদীকেও ফেরান ধনাঞ্জয়া। ৪৫ রানের মধ্যে শেষ ৮ ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। হাসারাঙ্গা ও ধনাঞ্জয়া সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।