ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

মৌলভীবাজারে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৫ জুন ২০২৩, সোমবার

মৌলভীবাজারে মেয়র কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। গত শনিবার বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরমেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, ক্রীড়া সংস্থার বিভাগীয় সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, পিপি এডভোকেট রাদাপদ দেব সজল, জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ব্যাংকার জুনেদ আহমদ, কাউন্সিলর ফয়ছল আহমদ, মো. নাহিদ হোসেন, ছালেহ আহমদ পাপ্পু। 

উদ্বোধনী দিনে নরসিংদী খেলোয়াড় সংসদকে ১-২ গোলে হারিয়েছে শায়েস্তাগঞ্জ ফুটবল একাডেমি। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। ১৩ই জুন থেকে ১৬ই জুন অনুষ্ঠিত হবে কোয়াটার ফাইনাল। ১৯শে জুন ও ২০শে জুন অনুষ্ঠিত হবে সেমি ফাইনাল এবং ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর প্রতিদিন বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হবে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status