খেলা
যে কারণে স্থগিত প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
স্পোর্টস রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবারগত কয়েকদিন ধরেই তীব্র গরম ও তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। তাপদাহের কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন মুহূর্তে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। শনিবার থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে গরমের কারণে আপাতত খেলা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। এ খেলার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩রা জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং ৪ঠা জুন রোববার ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, প্রাথমিক শিক্ষাপদক ২০২৩ বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিক্ষার্থীকেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। এ আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করার কথা ছিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের।