খেলা
টেস্ট দলে দুই নতুন মুখ শাহাদাত ও মুশফিক
স্পোর্টস রিপোর্টার
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৫ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান।
সাকিবের অনুপস্থিতিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। আগামী ১৪ই জুন মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টেস্ট।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ছিলেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। ২০২১ সালে চট্টগ্রামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত ২০টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৬৫ রান করেছেন ২১ বছর বয়সী এই ব্যাটার। ২০ ম্যাচে ১০টি হাফ সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি করেছেন দিপু। অপরদিকে ২০২২ সালে রংপুর বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক হাসান ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট নিয়েছেন তিন বার।
বাংলাদেশ টেস্ট দল : লিটন কুমার দাস (অধিনায়ক) তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।