খেলা
আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি কিনলেন ২৬৬ কোটি টাকা দামের গাড়ি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

গত বছরের এ রকম সময়েও হতাশায় মুষড়ে পড়েছিলেন ইকার্দি। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) একাদশে হয়ে পড়েন অনিয়মিত। আলোচিত মডেল স্ত্রী ওয়ানদা নারার সঙ্গেও শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। আর্জেন্টিনার বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তার। তবে পিএসজি থেকে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে খেলতে গিয়ে ভাগ্য ফেরে ইকার্দির। তুরস্কের ফুটবলে অভিষেক মৌসুমেই জিতেছেন লীগ শিরোপা। গত মঙ্গলবার ইকার্দির জোড়া গোলে পাওয়া জয়েই এক ম্যাচ বাকি রেখে শিরোপা নিশ্চিত হয় ইস্তাম্বুলের ক্লাবটির। লীগে ২১ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন তিনি। শিরোপা জয়ের রেশ থাকতেই রোলস রয়েস ব্রান্ডের গাড়ি কিনে ফেলেছেন ইকার্দি। ব্রিটিশ গাড়িনির্মাতা প্রতিষ্ঠানের কারটি বোট টেইল মডেলের, যার দাম ২ কোটি ৩০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৬৫ কোটি ৬২ লাখ টাকারও বেশি। বর্তমানে এটিই বিশ্বের সবচেয়ে দামি কার।
গাড়িটির বিশেষত্ব হলো এটা পুরোটাই হাতে তৈরি এবং ১ হাজার ৮১৩টি আলাদা অংশে বিভক্ত। সর্বাধুনিক প্রযুক্তির ৬.৫ ভি১২ ইঞ্জিনে চলে রোলস রয়েসের এই গাড়ি। চার আসনের কারটির সিটে কাঠের সঙ্গে মরিচারোধক ইস্পাত ব্যবহার করা হয়েছে। এ ধরনের আসন সাধারণত বিলাসবহুল ইয়টে দেখা যায়। কারের আসন এমনকি জানালাও লেদারে মোড়ানো। গাড়িটির দরজা দেখতে বিলাসবহুল প্রমোদতরির মতো। এখানেই শেষ নয়। ইকার্দির গাড়িতে বহনযোগ্য রান্নাঘরও আছে। দূরে কোথাও বনভোজনে গেলে রান্নাবান্নার যেসব সরঞ্জাম দরকার, সবকিছুই আছে এতে। শ্যাম্পেন রাখার জন্য একটি ফ্রিজ ও বিখ্যাত আসবাব কোম্পানি ক্রাইস্টটোফলের থালাবাসনও সাজানো। বিশ্বে এ ধরনের গাড়ির মাত্র তিনটি ইউনিট আছে। তবে একটির সঙ্গে আরেকটির মিল নেই। সে দিক বিবেচনায় ইকার্দির গাড়িটি অনন্য। নতুন গাড়িতে বসা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। লিখেছেন, ‘অত্যাধুনিক প্রযুক্তি ও নকশা’।