ভারত
নাশকতার ছক বানচাল, আরও একটি বড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৮ অপরাহ্ন

বালাশোরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ৪৮ ঘন্টা পেরোনোর আগেই ভারতে একটি বড়োসড়ো ট্রেন দুর্ঘটনা ঘটানোর ছক ফাঁস হলো। এবার ঘটনাস্থল তামিলনাড়ুর ত্রিচিরা পল্লী বা ত্রিচি। শনিবার গভীর রাতে ত্রিচি স্টেশন দিয়ে যাওয়ার কথা ছিল বিন্ধাচল - কন্যাকুমারী এক্সপ্রেসের। ট্রেনটি যাওয়ার আগে লাইনে বড় বড় টায়ার ফেলে রাখা হয়, যাতে ট্রেনের চাকা তাতে ধাক্কা খেয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। যদি তাই হতো তাহলে ফের কয়েকশ যাত্রীর মৃত্যুর আশংকা ছিল। কিন্তু, কথায় বলে- রাখে হরি তো মারে কে? বিন্ধাচল -কন্যাকুমারী এক্সপ্রেসের লোকো ড্রাইভার দূর থেকে লাইনে কালো কালো কিছু পড়ে থাকতে দেখেন। তিনি তখনই ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন। লোকজন নীচে নেমে দেখেন- বড় বড় টায়ার ফেলা রয়েছে যার একটিতে ট্রেনের চাকা স্পর্শ করলে লাইন ছুট হতো ট্রেনটি। মধ্যরাতের পর টায়ার সরিয়ে রেললাইন পরিষ্কার করা হয়। কে বা কারা এই টায়ার ফেলেছিল তার অনুসন্ধান চলছে। অর্থাৎ আরও একটি করমন্ডল হওয়ার হাত থেকে কোনও রকমে রক্ষা পেল বিন্ধাচল -কন্যাকুমারী সুপার ফাস্ট এক্সপ্রেস।