ভারত
মুম্বাই হাইকোর্টের নিদান, কোনো তরুণীকে বলা যাবে না- আপনার ফিগারটা কী সুন্দর!
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ জুন ২০২৩, রবিবার, ১২:৫০ অপরাহ্ন
সাবধান, ভুল করেও কোনো তরুণী সহকর্মীনিকে বলে বসবেন না - আপনি দেখতে বেশ সুন্দর কিংবা আপনার ফিগারটা কী ভালো! মুম্বাই হাইকার্টের বিচারক এ জেড খানের রায় অনুযায়ী এই কথা বললেই অভিযুক্ত হতে হবে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারার ৩৫৪ ডি এবং ৫০৯ ধারায়। সম্প্রতি মুম্বাই এর একটি ফার্ম এর ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ অর্থাৎ রিসেপশনিস্ট অভিযোগ আনেন ওই ফার্মের এক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সেলস হেড এর নামে।
২৪শে এপ্রিল দায়ের করা ওই অভিযোগে বলা হয় এক থেকে চোদ্দ এপ্রিলের মধ্যে ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সেলস হেড এই তরুণীকে বার কয়েক বলেছেন, আপনি দেখতে কী সুন্দর, আপনার ফিগার কী ভালো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক ধাপ এগিয়ে বলেন, আমার সঙ্গে কবে বাইরে যাবেন ছুটির পর। তরুণী এরপরই পুলিশে অভিযোগ জানান। গ্রেপ্তার হন ওই দুজন। জামিনে ছাড়াও পান। মুম্বাই হাইকোর্টে মামলাটি ওঠে। বিচারপতি এ জেড খান ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সেলস হেড অযথা দৃষ্টিপাত, যৌন উদ্দীপক কথাবার্তা বলা এবং কুপ্রস্তাবের অভিযোগে সাজা নির্ধারণ করেন। দুই অভিযুক্ত তাঁদের ফাঁসানো হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেও রেহাই পাননি।