ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

বাংলাদেশে রাজনীতির জন্য নিবন্ধন জরুরি নয়: জামায়াত

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশে রাজনীতির জন্য নিবন্ধন জরুরি নয়। রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল করার জন্য নিবন্ধন কিংবা অনুমতির প্রয়োজন নেই। তিনি বলেন, তিনটি মৌলিক দাবিতে আগামী ৫ জুন রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা এই সমাবেশ বাস্তবায়ন করার প্রস্তুতি নিচ্ছি। এই সমাবেশে বাধা দেওয়া মানে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের পথে বাধা দেওয়া।

আগামী সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে আজ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাবেশের অনুমতিপত্র পৌঁছে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশঙ্খলা চাই না। শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা পুলিশের নৈতিক দায়িত্ব। ৫ জুনের সমাবেশের অনুমতি জনগণ দিয়েছে। তাই আপনারা বাড়াবাড়ি করবেন না।’

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির যথাক্রমে আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
ওই সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলওয়ার হোসাইন, কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মাওলানা আবু সাদিক, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, আব্দুস সালাম, অধ্যাপক নুরুন্নবী, আবু জয়নব, সিরাজুল ইসলাম, আবু ওয়াফি, মহানগরীর মজলিসে শূরা সদস্য আশরাফুল আলম ইমনসহ অনেকে।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির .. বলেছেন, বাংলাদেশে রাজনীতির জন্য নিবন্ধন জরুরি নয়।-----২০০৮ সালে সর্বসম্মতিক্রমে দল নিবন্ধন বাধ্যতামূলক করার মাধ্যমে জবাবদিহির পরিস্থিতি তৈরি করতে নিবন্ধন আইনে বেশ কিছু ধারা সংযোজন করতে হয়েছে।..২০০৮ সালে নির্বাচনী আইনের চূড়ান্ত সংস্করণের অন্যতম সংযোজন ছিল নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ইচ্ছুক এবং উপযুক্ত দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধন। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও ১৯৭২) অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী এই ধারা অধ্যায় ৬ এ-তে অন্তর্ভুক্ত করা হয়।

Amir
৩ জুন ২০২৩, শনিবার, ৯:৪৮ অপরাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status