খেলা
ইতালিতে সেরা নাপোলির ‘নতুন ম্যারাডোনা’
স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৩, রবিবার
ছন্দময় পারফরম্যান্স এবং ফুটবল শৈলীতে মিল থাকায় নাপোলির সমর্থকরা তাকে আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করে থাকেন। ২২ বছর বয়সী খিচা কাভারাস্কেইয়াকে নেপলসবাসী ‘কাভারাডোনা’ কিংবা নতুন ম্যারাডোনা নামেও ডাকে। জর্জিয়ান এই উইঙ্গার ২০২২-২৩ মৌসুমে ইতালিয়ান সিরি আ’য় সেরা নির্বাচিত হয়েছেন।
৩৩ বছরের খরা কাটিয়ে ইতালিয়ান সিরি আ জেতে নাপোলি। গ্লি আজ্জুরিদের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন খিচা কাভারাস্কেইয়া। লীগে ৩৩ ম্যাচে ১২ গোল করেন তিনি। সতীর্থদের দিয়ে করান ১০টি গোল। চ্যাম্পিয়নস লীগে ৯ ম্যাচ খেলে ২ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেন এই লেফট-উইঙ্গার। মৌসুমে সব মিলিয়ে ৪২ ম্যাচ খেলে ১৪ গোল এবং ১৭ অ্যাসিস্ট করেন কাভারাস্কেইয়া।
গত মৌসুমেই জর্জিয়ান ক্লাব দিনামো বাতুমি থেকে নাপোলিতে আসেন কাভারাস্কেইয়া। ২০২৭ সাল পর্যন্ত দ্য লিটল ডঙ্কিদের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। মেয়াদ এক বছর বাড়ানোরও কথা রয়েছে। তরুণ তারকার নৈপুণ্যে মুগ্ধ ইতালিয়ান সিরি আ’র প্রধান নির্বাহী লুইগি দি সিয়েরভো। তিনি বলেন, ‘লীগে কাভারাস্কেইয়ার প্রভাব বেশ মুগ্ধতা ছড়িয়েছে। এ ধরনের প্রতিভাকে ইতালিতে নিয়ে আসায় নাপোলিকে অভিনন্দন। প্রথম ম্যাচ থেকেই সে তার কৌশল, ড্রিবলিং, ব্যক্তিত্ব এবং সৃষ্টিশীলতার প্রদর্শন করেছে।’
নাপোলির জার্সিতে আলো ছড়ানো কাভারাস্কেইয়ার স্বপ্ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। যদিও এখন জর্জিয়ান তারকা নাপোলিকে নিয়েই ভাবছেন। এক সাক্ষাৎকারে খিচা কাভারাস্কেইয়ার বাবা বদ্রি কাভারাস্কেইয়া বলেন, ‘কাভারাস্কেইয়ার স্বপ্ন চ্যাম্পিয়নস লীগ জেতা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলা। এছাড়া জর্জিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে দারুণ কিছুও করতে চায় সে।’
বদ্রি কাভারাস্কেইয়া বলেন, ‘এই মুহূর্তে সে রিয়াল মাদ্রিদ নিয়ে ভাবছে না। এখন তার ভাবনা শুধুই নাপোলিকে নিয়ে।’
১৯৮৭ সালে জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে জন্ম নেয় খিচা কাভারাস্কেইয়া। ক্যারিয়ারের শুরুটা করেন স্থানীয় ক্লারে হয়েই। কাভারাস্কেইয়ার ফুটবল শৈলী দেখে তাকে ‘জর্জিয়ান মেসি’ ডাকা শুরু করে জর্জিয়ার মানুষজন। দুর্দান্ত ড্রিবলিংয়ের কারণে ব্রাজিলিয়ান কিংবদন্তি গারিঞ্চার সঙ্গে নাম মিলিয়ে ‘কাভারিঞ্চা’ও ডাকা হয় তাকে।