খেলা
‘ভারত নয়, যেকোনো দলই পাকিস্তান সফর করতে ভয় পায়’
স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৩, রবিবার
দীর্ঘ সময় পর ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। নিরাপত্তাহীনতার ভয় কাটিয়ে দেশটিতে দ্বি-পক্ষীয় সিরিজ খেলছে বিভিন্ন দল। তবুও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয়দের পাকিস্তান সফর করতে না চাওয়ার পেছনে যৌক্তিক কারণ দেখছেন মোহাম্মদ আসিফ। সাবেক পাকিস্তানি পেসারের ভাষ্য, নিরাপত্তা শঙ্কা এখনো কাটেনি তাদের দেশে। অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা। তবে রাজনৈতিক বৈরিতা এবং নিরাপত্তাহীনতার অজুহাতে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। এমনকি হাইব্রিড মডেলেও (শুধু ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবে) অখুশি বিসিসিআই। ভারতের অনড় অবস্থানের কারণে পিসিবির তরফ থেকেও হুমকি দেয়া হয়েছে, ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান দরকষাকষির মধ্যেই পাকিস্তানে বিদেশি দলগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করলেন সাবেক পেসার মোহাম্মদ আসিফ। ইউটিউব চ্যানেল ‘দ্য টুয়েলভথ মেন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না এশিয়া কাপ পাকিস্তানে হবে। কারণ এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়। যেকোনো দলই এখানে আসকে কিছুটা হলেও ভয় পাবে।’ মূলত পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ আসিফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়। ইমরান জামিন পেলেও এখনো পরিস্থিতি ঠান্ডা হয়নি। পাকিস্তানে না হলে এশিয়া কাপের সম্ভাব্য আয়োজকের নামও বলেন মোহাম্মদ আসিফ। তিনি বলেন, ‘আমার মনে হয়, এশিয়া কাপ শ্রীলঙ্কা বা দুবাইয়ে হবে।’ এশিয়া কাপের ভেন্যু নিয়ে অচলাবস্থা চলছে ছয় মাসের বেশি সময় ধরে। পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেছিলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় ভারত ছাড়া আর কোনো দেশ পাকিস্তানে খেলতে যেতে আপত্তি করেনি। একপর্যায়ে এশিয়া কাপ আয়োজনে হাইব্রিড মডেল প্রস্তাব করে পিসিবি। এতে টুর্নামেন্টের প্রথম ৬ ম্যাচ পাকিস্তান ও পরের ৭ ম্যাচ অন্য ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনার কথা জানায় পিসিবি। এই মডেল অনুসারে, ভারত ছাড়া অন্য চারটি দেশ পাকিস্তানে গিয়ে কমপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ভারতের সব ম্যাচ হবে দ্বিতীয় ভেন্যুতে। এতেও রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআইয়ের ভাষ্য, এশিয়া কাপে হাইব্রিড মডেল বাস্তবায়িত হলে সামনে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপেও হাইব্রিড মডেলে খেলার দাবি তুলতে পারে পিসিবি।
সম্প্রতি পাকিস্তান সফর করেছে আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে এবং প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সেখানে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কথা উঠেছে। পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য নিউজ’ জানায়, পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসি সভাপতিকে জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার যদি অনুমতি দেয়, তবেই তাদের দল অক্টোবরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে। মূলত, এশিয়া কাপ নিয়ে ভারতের বৈরিতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান।