ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

আফগানদের নিয়ে সতর্ক তামিম

স্পোর্টস রিপোর্টার
৪ জুন ২০২৩, রবিবার
mzamin

ওয়ানডে বিশ্বকাপের প্রায় ৪ মাস বাকি। ৫০ ওভারের এই আসরের উত্তাপ এখনই ছড়াতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের প্রত্যাশার পারদ অনেকটাই চড়া। এই ফরম্যাটে বেশ কয়েক বছর ধরেই টাইগাররা দারুণ পারফরম্যান্স করছে। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আসরটি দারুণ কেটেছে। কিন্তু ২০১৯ এ তারই নেতৃত্বে খুব একটা ভালো করতে পারেনি দল। এরপর  এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। তার অধীনে আইসিসি ওয়ানডে সুপার লীগে ৮ সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে দুইটি। জিতেছে ১৫টি ম্যাচ। একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ১৫৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে তারা।

বিজ্ঞাপন
তাই দলের প্রতি এই বিশ্বকাপে প্রত্যাশার চাপ অনেকটা। আর ভারতে হবে বলে থাকছে কঠিন চ্যালেঞ্জও। তবে তার আগে নিজ মাটিতে ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করতে আছে সুযোগ। আসছে আফগানিস্তান তাদের বিপক্ষে এক টেস্ট,  তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে ওয়ানডে অধিনায়ক আফগানদের সমীহ করছেন। রশিদ খানদের হারাতে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে বলেই মনে করেন তামিম। তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’

আফগানদের বিপক্ষে  সিরিজ সহজ হবে না বলেই সতর্ক করেছেন তামিম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে বেড়াচ্ছেন রশিদ খান , নুর আহমেদ, রহমানুল্লাহ গুরবাজরা। বিশ্বের নামি-দামি ক্রিকেটারদের সঙ্গে খেলার ফলে যে তাদের অভিজ্ঞতা বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। যার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ২রা জুন সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়া যেন সেটারই প্রমাণ। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয়টা আফগানদেরই। ওয়ানডেতে অবশ্য বাংলাদেশই এগিয়ে। কিন্তু এরপরও নিজ দলকে তামিম সতর্ক করে বলেছেন, ‘এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ, তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেবো। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

হাথুরুর সঙ্গে শুরু হচ্ছে পুরোদমে প্রস্তুতি
১০ই জুন বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান দল। চারদিন পরই মিরপুরে একমাত্র টেস্ট। সিরিজকে সামনে রেখে অনুশীলন নেমে পড়েছেন ক্রিকেটাররা। যদিও তীব্র গরমের কারণে বেগ পেতে হচ্ছে তামিমদের। এদিকে স্কিল ক্যাম্প শুরুর আগে দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। গতকাল রাতেই তিনি ছুটি কাটিয়ে ফিরেছেন ঢাকায়। এ নিয়ে তামিম বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই। আমার মনে হয়ে প্রধান কোচ  যোগ দেয়ার পর স্কিল ক্যাম্পে চলে যাবে।’ যদিও অস্ট্রেলিয়ায় বসেই ক্যাম্পের ছক তৈরি করে দেন প্রধান কোচ হাথুরুসিংহে। তার নির্দেশেই তীব্র তাপদাহ বিবেচনায় দুইদিনের ছুটিও মিলেছে ক্রিকেটারদের। আজ থেকে ফের অনুশীলন শুরু হওয়ার কথা। অন্যদিকে কম্পিউটার এনালিস্ট শ্রীনীবাস চন্দ্রশেখরন আইপিএল ব্যস্ততা শেষে দলের সঙ্গে যোগ দেবেন ৫ই জুন। এছাড়াও চুক্তি অনুসারে টাইগারদের কম্পিউটার এনালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন আইপিএলের সময় ছুটিতে ছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে কাজ করেন বলে তাকে এই সুযোগটা দিয়ে আসছে বিসিবি। অন্যদিকে আফগানিস্তান  টেস্ট সিরিজ খেলে ভারতে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলার কথা জানিয়েছে। তবে বাংলাদেশ সূচি পরিবর্তন করবে না। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ভারত যে খেলবে না সেটি আফগানিস্তান জানে। তবে আমরা যে ভাবে সিরিজ লক করেছি সে ভাবেই হবে। এখন নতুন করে পরিবর্তনের কিছু নেই।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status