খেলা
প্রিমিয়ার লীগে টানা চতুর্থ জয় পুলিশের
স্পোর্টস রিপোর্টার
৪ জুন ২০২৩, রবিবার
দ্বিতীয় লেগে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশ পুলিশের। প্রথম চার ম্যাচে তিন হারের বিপরীতে একটি মাত্র ম্যাচ ড্র করে দলটি। দ্বিতীয় লেগের পঞ্চম ম্যাচে এসে বসুন্ধরা কিংসকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ পুলিশ। এরপর একে একে জয় তুলে নেয় এএফসি উত্তরা, ফর্টিস এফসিসের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। একটি করে গোল করেন ম্যাথিউস বাবলু ও আরঙ্গো। এ জয়ে ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠে এলো বাংলাদেশ পুলিশ। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে রহমতগঞ্জ।
এদিকে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে নবাগত ফর্টিস এফসি। ১৭ ম্যাচে ফর্টিসের সংগ্রহ ২০ পয়েন্ট। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে চট্টগ্রাম আবাহনী। গতকাল রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৫তম মিনিটে শাখাওয়াত হোসেন রনির গোলে এগিয়ে যায় ফির্টস। আর ম্যাচের যোগকরা সময়ে চট্টগ্রাম আবাহনীর ইকবাল হোসেন গোল করে ম্যাচে সমতা ফেরান।