ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চাকরিজীবীদের টিটি উৎসব

স্পোর্টস রিপোর্টার
৪ জুন ২০২৩, রবিবার

সফটওয়্যার কোম্পানিতে চাকরিরতরা একদিনের জন্য বনে গেলেন টেবিল টেনিস খেলোয়াড়। ১৪ দলের ১২০ জনের অংশ্রগহণে গতকাল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ওয়ানডে ইন্টার সফটওয়্যার কোম্পানি টেবিল টেনিস টুর্নামেন্ট। দলগুলো হলো- বিকাশ লিমিটেড, ভিভা সফট লিমিটেড, ডব্লুপি ডেভেলপার, ইনভেন্টিভ অ্যাপস, থেরাপ বিডি, উনডারম্যান থম্পসন, ট্র্যাক লাগবে, ইনোভি সল্যুশন, নিট গেমস স্টুডিও, ওরবিটেক্স, ব্রেইনক্রাফট লিমিটেড, মনস্টার ল্যাব, সেফালো বাংলাদেশ ও ব্রেইন স্টেশন টুয়েন্টিথ্রি। প্রতিযোগিতার উদ্বোধন করে টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘একদিনের জন্য এই কোম্পানির কর্মকর্তারা খেলতে আসেন। এতে উপকার পায় জাতীয় দলের খেলোয়াড়রা। তারা এসব কোম্পানিতে গিয়ে খেলা শিখিয়ে অর্থ উপার্জন করতে পারে। যেমন জাতীয় দলের মো. তুহিন খেলা শেখাচ্ছে ইনভেন্টিভ অ্যাপসে ও ট্র্যাক লাগবে কোম্পানিতে, জাভেদ শেখাচ্ছে ব্রেইন ক্রাফটে এবং আশিকুর রহমান নিট গেমস স্টুডিওতে খেলা শিখিয়ে অর্থ উপার্জন করছে।’ এই খেলার উদ্যোক্তাদের একজন বিকাশের কাজী সাফায়েত মাহমুদ অভি বলেন, ‘ফি বছর আমরা এখানে এসে ওয়ানডে টিটি খেলে থাকি। এতে আমাদের রিফ্রেশমেন্ট হয়। এভাবে খেলেই পরবর্তীতে বিভিন্ন টুর্নামেন্টে আমাদের কোম্পানি থেকে দলও তৈরি করা হয়।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status