খেলা
এফ এ কাপ
প্রথমার্ধে সমতায় ইউনাইটেড-সিটি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৯:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৩ অপরাহ্ন

ম্যাচের বয়স এক মিনিট পার হওয়ার আগেই লিড পায় ম্যানচেস্টার সিটি। সেই গোল আবার শোধও করে ম্যানচেস্টার ইউনাইটেড। এফ এ কাপের ফাইনালের প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়।
আজ এফ এ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইউনাইটেড ও সিটি। ম্যাচের প্রথম মিনিটেই সিটিকে লিড এনে দেন ইলকাই গুনদোয়ান। সতীর্থ কেভিন ডি ব্রুইনার লম্বা থ্রু ধরে নিখুত ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের ৩০তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। সিটি ফুটবলার জ্যাক গ্রিলিশের হাতে বল লাগলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে বল জালে জড়ান ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস।