ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পিএসজিকে বিদায় রামোসের

স্পোর্টস ডেস্ক

(১০ মাস আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৫:২৬ অপরাহ্ন

mzamin

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবকে বিদায় বলে দিলেন সার্জিও রামোস। সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে রামোস জানান, এই মৌসুম দিয়েই শেষ হচ্ছে তার পিএসজি অধ্যায়। বিদায়ী বার্তায় ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি তিনি। তবে এখনই অবসরে যাচ্ছেন না, সেই ইঙ্গিত দিয়েছেন ৩৭ বছর বয়সী স্প্যানিয়ার্ড ডিফেন্ডার। ফরাসি লিগ ওয়ানে পিএসজি’র শেষ ম্যাচের আগে রামোস বলেন ‘আগামীকাল (শনিবার) একটা বিশেষ দিন হবে। আগামীকাল বিদায় জানাব জীবনের আরেকটি অধ্যায়কে। বিদায় পিএসজি।’

দুই মৌসুম আগে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেয়া রামোস বলেন, ‘জানি না, একজন মানুষ কতগুলো জায়গাকে নিজের ঘর বলতে পারে। তবে পিএসজি, তাদের সমর্থকরা ও প্যারিস আমার কাছে নিঃসন্দেহে ঘরের মতোই। স্পেশাল দুটি বছরের জন্য কৃতজ্ঞতা। এখানে সব প্রতিযোগিতায় খেলতে পেরেছি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।

বিজ্ঞাপন
এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো, নতুন রঙে নিজেকে রাঙাবো।’

রামোসের ক্লাব ক্যারিয়ার মূলত রিয়াল মাদ্রিদময়। দীর্ঘ দিন লস ব্লাঙ্কো দলের অধিনায়কত্ব করা রামোস ১৬ বছরের গৌরবময় পথচলায় ক্লাবটিতে জিতেছেন ৫টি লা লিগা, ৪টি করে চ্যাম্পিয়ন্স লীগ, ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি উয়েফা সুপার কাপ ও ২টি কোপা দেল রে শিরোপা।

স্পেনের হয়ে বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা রামোস রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি নিয়ে ঐক্যমত্যে পৌঁছতে না পেরে ২০২১-২২ মৌসুমে দুই বছরের চুক্তিতে নাম লেখান পিএসজিতে। সেই মেয়াদ আর বাড়ছে না। 
পিএসজিতে দুই মৌসুমেই লিগ ওয়ান শিরোপার স্বাদ পান রামোস। সঙ্গে একবার জেতেন ফরাসি কাপ । বিদায়ী ম্যাচের আগে বিবৃতিতে রামোসের প্রতি কৃতজ্ঞতা জানান পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। কাতারি ফুটবল সংগঠক বলেছেন, ‘সার্জিওর (রামোস) নেতৃত্বগুণ, তার চেতনা ও পেশাদারিত্ব এবং শীর্ষ পর্যায়ে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়েই সে একজন কিংবদন্তি। প্যারিসে তাকে পাওয়া ছিল আমাদের জন্য সম্মানের।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status