খেলা
বৃদ্ধার জুতার ফিতা বেঁধে প্রশংসায় ভাসছেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

লিওনেল মেসিদের বিশ্বকাপ জিতিয়ে আর্জেন্টাইন সমর্থকদের চোখের মণি বনে যান কোচ লিওনেল স্কালোনি। এবার মহানুভব এক কাজ করে খবরের শিরোনাম হয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ। বাসে এক বৃদ্ধার জুতার ফিতা বেঁধে দিয়ে প্রশংসায় ভাসছেন স্কালোনি।
লিওনের স্কালোনির মহানুভবতা তুলে ধরেছে আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবিসেলেস্তে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ফ্লাইটে চড়তে বিমানবন্দরের শাটল বাসে উঠেছিলেন। এয়ারপোর্টের ওয়েটিং রুম থেকে সেই বাস স্কালোনিসহ অন্য যাত্রীদের বিমানের অভিমুখে নিয়ে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর পর বাস থেকে নামার সময় এক বয়স্ক যাত্রীর জুতার ফিতা খুলে যায়। সে সময় স্কালোনি বলেন, ‘দাঁড়ান, আমি আপনার জুতার ফিতা বেঁধে দিচ্ছি। যাতে আপনি পড়ে না যান।’ বৃদ্ধা মহিলা কিংবা তার স্বামী কেউই প্রথমে বিশ্বকাপজয়ী কোচ স্কালোনিকে চিনতে পারেননি। জুতা বেঁধে মাথা জাগানোর পর তাকে চিনতে পেরে দুজনই স্কালোনিকে আলিঙ্গন করেন।
স্কালোনি যখন জুতার ফিতা বাঁধছিলেন তখন তার ছবি তোলে গণমাধ্যমে প্রকাশ করে সেই বাসেরই এক যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই সেই ছবির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ওয়াও। দারুণ ব্যাপার।’ আরেকজন কমেন্ট করেন, ‘এ জন্যই ঈশ্বর তাকে এতো বেশি ভালোবাসে।’ এফ্রেন আলভারাডো নামের এক টুইটার ব্যবহারকারী লিখেন, ‘ইউরোপে আপনি কখনও এমনটা দেখতে পাবেন না।’ একজন স্কালোনিকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন। সেই ছবিতে কেউ কেউ ‘হার্ট সিম্বল’ দিয়ে ভালোবাসা জানাচ্ছেন।