খেলা
এখনো ‘সেরা’ এমবাপ্পেকে ভেড়াতে চায় রিয়াল
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

গুঞ্জনটা মিইয়ে গেছে। সাম্প্রতিককালে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ গমনের সম্ভাবনা নিয়ে তেমন কোনো খবর নেই। তবে কি ফরাসি ফরোয়ার্ডকে ভেড়ানোর আশা ছেড়ে দিয়েছে লস ব্লাঙ্কোরা? না, দেয়নি। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ভাষ্য এমনই।
প্রতিযোগিতার শুরুটা হয়েছে ২০১৭ সালে। মোনাকোর ফরোয়ার্ড এমবাপ্পেকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। লস ব্লাঙ্কোদের পরাস্ত করে ফরাসি স্টারকে বাগিয়ে নেয় প্যারিসের ক্লাবটি। এরপর প্রায় প্রত্যেক ট্রান্সফার উইন্ডোতে এমবাপ্পেকে ভেড়ানোর চেষ্টা করেছে রিয়াল। ২০২১-২২ মৌসুমে দফায় দফায় বিশাল অর্থ প্রস্তাব দিয়েও লা প্যারিসিয়ানদের মন গলাতে পারেনি লা লিগার ক্লাবটি। অবশেষে ২০২২ সালে ফ্রি এজেন্ট হয়ে যাওয়া এমবাপ্পেকে দলে টানার সুবর্ণ সুযোগ আসে রিয়ালের। গণমাধ্যমের খবর, প্রিয় ক্লাবে যেতে ফরাসি স্টার নাকি মৌখিক চুক্তিও সেরে ফেলেছিলেন। তবে শেষ মুহূর্তে পিএসজির লোভনীয় প্রস্তাবে মন বদলে ফেলেন এমবাপ্পে। পিএসজির সঙ্গে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেন তিনি। নতুন চুক্তি করার পরও শোনা গিয়েছে এমবাপ্পের রিয়ালে যাওয়ার ইচ্ছার কথা। তবে এমবাপ্পেকে কেনার পথ থেকে রিয়ালের সরে আসার কথা জানিয়েছিলেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
এমবাপ্পের রিয়ালে যোগদানের বিষয়টি ফের সামনে আনলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। এক সাক্ষাৎকারে সমসাময়িক ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি এমবাপ্পেকে মাদ্রিদে আসতে দেখছি কি না? হ্যাঁ, রিয়াল সবসময় সেরা খেলোয়াড়দের দলে টানে। রিয়ালে এমবাপ্পের যোগদান এবং বার্সেলোনায় মেসির ফেরা লা লিগার জন্য দারুণ ব্যাপার হবে।’
বর্তমানে ইউরোপীয় ফুটবলে তরুণদের মধ্যে এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র এবং আর্লিং হালান্দের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। তিন খেলোয়াড়ের মধ্যে এমবাপ্পেকেই সেরা বেছে নিয়েছেন সিমিওনে। তিনি বলেন, ‘বর্তমানে ভিনিসিউস জুনিয়র যা করছে, সে বিবেচনায় সে ব্যালন ডি অর জিততে পারে। সে অনেক উন্নতি করেছে। সে এমন একজন খেলোয়াড়, যে ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। তবে এমবাপ্পে এবং ভিনিসিউসের মধ্যে আমি শতভাগ এমবাপ্পেকেই বেছে নেবো। আর হালান্দ ও এমবাপ্পের মধ্যে আমি এমবাপ্পেকে বেছে নেবো। সে অসাধারণ।’