খেলা
চাকরি হারাচ্ছেন পিএসজি কোচ গালতিয়ে
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৮ অপরাহ্ন

ফরাসি লিগ ওয়ানে মৌসুমের শেষ ম্যাচে ক্লেরমঁ ফুটের মুখোমুখি হচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচের আগে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে লিওনেল মেসির ক্লাব ছাড়ার কথা জানান। আর্জেন্টাইন সুপারস্টারের বিদায় নিশ্চিত না হলেও চাকরিহারা হচ্ছেন খোদ গালতিয়ে। খবরটি দিয়েছে, ফরাসি গণমাধ্যম লেকিপ।
২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো থেকে বিদায় নেয় পিএসজি। এই সিজনে লা প্যারিসিয়ানদের একমাত্র প্রাপ্তির নাম লিগ ওয়ান শিরোপা। পিএসজিকে ১১তম লীগ শিরোপা জিতিয়ে গালতিয়ে বলেছিলেন, পিএসজিতে দ্বিতীয় মৌসুম কাজের সুযোগ পাওয়াটা তার প্রাপ্য। তবে ফরাসি কোচের প্রত্যাশা পূরণ করছে না পিএসজি। লেকিপের প্রতিবেদনে বলা হয়, নতুন কোচ খোঁজা শুরু করেছে পিএসজি। গত দুই-তিন দিনের মধ্যে গালতিয়েকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। গত বছরের জুলাইয়ে দুই বছরের জন্য পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ হন সাবেক লিল ও নিস কোচ। তবে এক বছর পরই চাকরিচ্যুত হতে চলেছেন তিনি।
লেকিপ জানিয়েছে, শুক্রবার পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে নিয়ে ফরাসি ওপেনের ম্যাচ দেখেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেখানেই দুজন গালতিয়েকে বিদায় করার সিদ্ধান্ত নেন।
মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের পর ২০২২ সালের ৫ই জুলাই পিএসজির কোচ হন ক্রিস্তফ গালতিয়ে। এখন পর্যন্ত পিএসজিকে ৪৯ ম্যাচের মধ্যে ৩৪টি জিতিয়েছেন এই ফরাসি। গালতিয়ের কোচিংয়ে মাত্র ৯টি ম্যাচ হেরেছে পিএসজি। বাকি ৬টি ড্র। সাফল্যের পরিসংখ্যান খারাপ না হলেও মূলত চ্যাম্পিয়নস লীগের ব্যর্থতাই গালতিয়েরের চাকরি হারানোর কারণ ভাবা হচ্ছে।