ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

কী ভাবছেন দুই মাস্টারমাইন্ড

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

১৯৯৮-৯৯ মৌসুম, ইংলিশ প্রিমিয়ার লীগের প্রথম এবং শেষ ক্লাব হিসেবে ট্রেবল জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর কেটে গেছে ২৪টি বছর। রেড ডেভিলদের কীর্তি ছুঁতে পারেনি আর কোনো দল। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগ জয়ী সিটি এফএ কাপের পর চ্যাম্পিয়নস লীগ জিততে পারলেই নাম তুলবে ইতিহাসে। এফএ কাপের ফাইনালের আগে শিষ্যদের সতর্ক করেছেন সিটি কোচ গার্দিওলা। তিনি বলেছেন, ম্যানইউর বিপক্ষে ট্রেবল জয়ের সুযোগ শেষ হওয়ার সম্ভাবনার কথা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘ইউনাইটেডের ওপর মনোযোগ বাড়িয়ে দিয়েছি আমি। চেলসির বিপক্ষে তাদের খেলা দেখেছি আমি। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছি।’ প্রিমিয়ার লীগে নিজেদের ৩৭তম ম্যাচে চেলসিকে বিধ্বস্ত করে ম্যানইউ। একচেটিয়া আধিপত্য দেখিয়ে ম্যাচ জিতে নেয় ৪-১ গোলে।

বিজ্ঞাপন
সবশেষ ম্যানচেস্টার ডার্বিতেও জয় পেয়েছিল ম্যানইউ। গত ১৪ই জানুয়ারি ঘরের মাঠে সিটিকে ২-১ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা। গার্দিওলা বলেন, ‘নিজেদের মাঠে তারা আমাদের সঙ্গে কী করেছিল, সেটি আমার চিন্তায় আছে। আমাদের সতর্ক থাকতেই হবে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের বিপরীতে আমাদের সেরা প্রস্তুতি নিয়েছি।’ 

এফএ কাপের ফাইনালে নামার আগে ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘ম্যানচেস্টার সিটির মোকাবিলা উপভোগ্য হবে। তাদেরকে থামাতে হবে এবং নিজেদের ম্যাচ বানিয়ে ফেলতে হবে।’ প্রিমিয়ার লীগ টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেড ২০২২-২৩ সিজনে কারাবাও কাপের শিরোপা জেতে। অর্থাৎ, মৌসুমের দ্বিতীয় শিরোপার লড়াইয়ে নামছে রেড ডেভিলরা। কোচ টেন হাগ বলেন, ‘আমরা শিরোপা জিততে চাই। আমরা জানি, এটা কঠিন ম্যাচ হতে চলেছে। কারণ আমরা এই মুহূর্তে বিশ্বের সম্ভাব্য সেরা দলের মোকাবিলা করতে চলেছি। তবে আগেই আমরা প্রমাণ করেছি যে, আমরা তাদের হারাতে পারি। তাই এবারও সেটাই করতে চাই। যদি আত্মবিশ্বাস থাকে, যে কোনো কিছুই করা সম্ভব’ এরিক টেন হাগ বলেন, ‘অবশ্যই, ফাইনালে দুই দলই চরম প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা অনেক বড় লড়াই, এফএ কাপের ফাইনাল। সিটি-ইউনাইটেডের মধ্যকার যেকোনো ম্যাচই বিশাল কিছু, আর এটি তো ফাইনাল।’  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status