ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সহজ জয়ে লীগে রানার্সআপ আবাহনী

স্পোর্টস রিপোর্টার
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে সেমিফাইনাল থেকে ছিটকে যায় আবাহনী লিমিটেড। লীগে তাদের শিরোপা হাতছাড়া হয় চার ম্যাচ বাকি থাকতেই। গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের বিপক্ষে জমজমাট লড়াইয়ের পর শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৪-২ গোলে হারে আকাশী-হলুদ শিবির। তাতে চলতি মৌসুমে শিরোপা জয়ের আশাও শেষ হয়ে যায় মারিও লেমোসের দলের। সেই হতাশার পর এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে প্রত্যাশিত জয় পেয়েছে ছয় বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে লীগে রানার্সআপ হওয়া নিশ্চিত করল তারা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল ৩-০ গোলে জিতেছে ছয় বারের লীগ চ্যাম্পিয়ন ক্লাবটি। এলিটা কিংসলে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওগবাহ। পরে জালের দেখা পান ড্যানিয়েল কলিনদ্রেস সোলেরা।

 প্রচণ্ড রোদে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা দুই দলের খেলোয়াড়দের। শুরুর দিকে তাই জমছিল না ম্যাচ।

বিজ্ঞাপন
রাফায়েল আগোস্তো না থাকায় মাঝমাঠের নিয়ন্ত্রণ মুঠোয় রাখতে পারছিল না আবাহনী। শেখ জামালের খেলাতেও ছিল না চেনা ধার। তবে ২২তম মিনিটে কাঙ্‌ক্িষত গোলের দেখা আচমকাই পেয়ে যায় আবাহনী। কলিনদ্রেসের লং পাস পেয়ে কিংসলে আলতো টোকায় বল জালে জড়ান। গোলরক্ষক মোহাম্মদ নাঈম বুঝেই উঠতে পারেননি কিছু। ৩২তম মিনিটে সুযোগ পায় শেখ জামাল।  তবে রায়হানের ক্রসে দূরের পোস্টে থাকা কর্নেলিয়াস স্টুয়ার্ট, ওতাবেক কেউই কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের যোগ করা সময়ে একক প্রচেষ্টার দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এই ফরোয়ার্ডকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন নাঈম, তাকে কাটিয়ে কিছুটা দুরূহ কোণ থেকে জাল খুঁজে নেন এমেকা। 

ফেডারেশন কাপের ফাইনালে টাইব্রেকারে লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছিলেন কলিনদ্রেস। কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধের শুরুতে পান জালের দেখা। সতীর্থের পাস পেয়ে আলতো সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। লীগে কলিনদ্রেসের এটি ১২তম গোল। ৫৮তম মিনিটে বক্সে পায়ের কারিকুরিতে জায়গা করে নিলেও স্টুয়ার্ট শট লক্ষ্যে রাখতে পারেননি। শেখ জামালও পায়নি ঘুরে দাঁড়ানোর উপলক্ষ। লীগ শিরোপা আগেই জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। আবাহনীর তাই লক্ষ্য ছিল লীগ টেবিলে অন্তত দ্বিতীয় স্থানে থাকা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তা নিশ্চিত করল লেমোসের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে আবাহনীর কাছে টানা চার ম্যাচ হারল শেখ জামাল। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। লীগে তাদের ম্যাচ বাকি আছে ৩টি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status