খেলা
টিম রিপোর্ট
স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৩, শনিবারমৌসুমের শেষটায়ও চোটের ভোগান্তি অ্যান্থনি মার্শিয়ালের। হ্যামস্ট্রিংয়ের চোটে এফএ কাপের ফাইনালে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরাসি ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে গত রোববার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পান মার্শিয়াল। মৌসুমের শেষ ম্যাচ জিতে তৃতীয় হয়ে লীগ শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড। এক বিবৃতিতে ইউনাইটেড জানায়, পায়ের পেশি ছিঁড়ে যাওয়ায় এফএ কাপের ফাইনালে খেলতে পারবেন না মার্শিয়াল। বারবার চোটের থাবায় প্রিমিয়ার লীগে এই মৌসুমে ২১ ম্যাচ খেলে মাত্রই ৬ গোল পেয়েছেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। তার অ্যাসিস্ট ২টি। চোট নিয়ে ছিটকে পড়েছেন ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা লিসান্দো মার্টিনেজ, অস্ট্রিয়ান স্ট্রাইকার মার্সেল সাবিতসার ও ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান বেইকও।
মার্শিয়ালকে হারালেও অ্যান্টনিকে পাওয়ার আশা এখনও আছে ইউনাইটেডের। গত বৃহস্পতিবার চেলসির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান উইঙ্গারকে। তবে তিনি সময়মতো ফিট হয়ে উঠবেন বলে ধারণা করছেন কোচ এরিক টেন হাগ। চোটের ভোগান্তি রয়েছে সিটি শিবিরেও। শীর্ষ তারকা বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও ইংলিশ উইংগার জ্যাক গ্রিলিশ চোটে ভুগছেন। চোটের কারণে অনিশ্চিত গত মৌসুমের সেরা খেলোয়াড় রুবেন দিয়াজ ও ম্যানুয়েল আকাঞ্জিও। তবে কোচ পেপ গার্দিওলার জন্য সুখবর, চোট কাটিয়ে উঠেছেন সিটির ইংলিশ তারকা জন স্টোনস।