খেলা
জয়ের সেঞ্চুরিতে ৩য় টেস্ট ড্র করলো বাংলাদেশ ‘এ’
স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৩, শনিবার
বাংলাদেশ ‘এ’ এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার তৃতীয় আনঅফিসিয়াল ম্যাচটি ড্র হয়েছে। উইন্ডিজদের দেয়া ৪৬১ রানের টার্গেটে মাহমুদুল হাসান জয়ের লড়াইয়ে হার এড়ায় টাইগাররা। ওপেনিংয়ে নেমে অপরাজিত সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় টেস্টের ৪র্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে ৩০৬ রান করার পর ড্র হয় ম্যাচ। সিরিজের ছয় ইনিংসে এই প্রথম তিনশ’ ছুঁতে পারলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটিও ড্র হয়। দ্বিতীয় ম্যাচে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট ড্র হওয়া সিরিজ হারলো বাংলাদেশ ‘এ’ দল। টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩য় দিনই জয় ও জাকির হাসানের উদ্বোধনী জুটি লড়াইয়ের সূচনা করেছিল। শেষ দিনেও ব্যাটিং দৃঢ়তা দেখান তারা। দুই ব্যাটারের জুটি ভাঙে ৯৩ রানে। সিনক্লেয়ারের দুর্দান্ত ডেলিভারিতে জাকির হাসান আউট হন ৯৫ বলে ৪৩ রান করে। এরপর দ্রুত ফেরেন মুমিনুল হক। ৫ রানে ফেরেন সাজঘরে। প্রথম ইনিংসেও এই সংখ্যক রান করেছিলেন সাবেক অধিনায়ক।
দলীয় ১০৭ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। জোড়া ধাক্কা সামলে ৫৩ রানের জুটি গড়েন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। অধিনায়ক সাইফ ৪৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান নিয়ে আউট হলে ভাঙে এই জুটি। এরপর ইয়াসির আলী রাব্বিকে নিয়ে দলীয় সংগ্রহে আরও ১১৭ রান তোলেন জয়। ৮৫ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৭ রান নিয়ে আউট হন রাব্বি। ২৬৮ বলে ১৪ বাউন্ডারিতে ১১৪* রানের অপরাজিত ইনিংস খেলেন জয়। ২০* রানে অপরাজিত ছিলেন শাহাদাত হোসেন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের স্পিনার কেভিন সিনক্লেয়ার। ২৭ ওভারে ৯৪ রান খরচ করেন তিনি। ১টি উইকেট পান আকিম জর্ডান। ৩য় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ঘোষণা করে উইন্ডিজরা।