ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

রশিদকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

চোটের কারণে ছিলেন লেগস্পিনার রশিদ খান। তাতে কী! দলের সেরা ক্রিকেটারকে ছাড়াই লঙ্কানদের ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে তাদের ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। এটি ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের তৃতীয় জয়। গতকাল হাম্বানটোটায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া আফগানিস্তান লঙ্কানদের গুটিয়ে দেয় ২৬৮ রানে। জবাবে ইব্রাহিম জাদরানের ৯৮ রানের ইনিংসে ১৯ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় হাশমতউল্লাহ শহীদির আফগানিস্তান। ২৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৪ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। এরপর তিন নম্বরে নামা রহমত শাহকে সঙ্গে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন ওপেনার ইব্রাহিম। এই জুটিই মূলত আফগানদের জয়ের ভিত গড়ে দেয়। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে ৩৫ বলেই ফিফটি করা ইব্রাহিম আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে।

বিজ্ঞাপন
 রহমত করেন ৫৫ রান। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ ৩৮ আর মোহাম্মদ নবির ২৭ রানে তাদের জয় নিশ্চিত হয়। এর আগে রশিদের অভাবটা খুব বেশি টের পেতে দেয়নি আফগান বোলাররা।

 নতুন বলে যথারীতি আফগানদের হয়ে কাজটা করছেন পেসার ফজল হক ফারুকি। শুরুতেই ফেরান দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফেরা দিমুথ করুনারত্নকে। করুনারত্নের পর তিন নম্বরে ক্রিজে আসা কুশল মেন্ডিসকেও ফেরান ফজল হক। অ্যাঞ্জেলো ম্যাথুসও ইনিংস বড় করতে পারেননি। ৮৪ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কাকে পথ দেখানোর চেষ্টা করেন ধনঞ্জয়া ডি সিলভা ও চারিত আসালাঙ্কা। দুজনে পঞ্চম উইকেটে গড়েন ৯৯ রানের জুটি। শুরুতে কিছুটা নড়বড়ে থাকা আসালাঙ্কাই লঙ্কানদের ইনিংস টেনে নেন। ইনিংসের শেষ ওভারে রান আউট হওয়ার আগে করেন ৯৫ বলে ৯১ রান। তবে ধনাঞ্জয়া ৫১ রানে আউট হওয়ার পর আসালাঙ্কাকে কেউ আর যোগ্য সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক দাসুন শানাকা করেন ১৭ রান। লঙ্কানরা তাদের শেষ ৪ উইকেট হারিয়েছে ৫ রানে। ফরিদ আহমেদ ও ফজল হক নেন ২টি করে উইকেট।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status