খেলা
ইনজুরিতেই স্বপ্নভঙ্গ বাংলাদেশের!
স্পোর্টস রিপোর্টার
৩ জুন ২০২৩, শনিবারস্বপ্ন ছিল জুনিয়র এশিয়া কাপ থেকে বিশ্বকাপে খেলা। সেই আশার গুঁড়ে বালি ছিটিয়ে দিয়েছে ইনজুরি। আসর চলাকালিন সময়ে দলের ১৮ জনের মধ্যে চারজন পড়েন চোটে। একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হন। ফলে ওমানে যে স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ, তা পূরন হয়নি বলেই মনে করেন কোচ মামুন উর রশিদ। গতকাল মাসকট বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পূরন হয়নি। মূলত ইনজুরিই আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। ওমানে এসেই সামিনের ডেঙ্গু হল। একটি ভাইটাল ম্যাচ খেলতে পারেনি। রামিম ও আজিজার রহমানের হাঁটুতে ইনজুরি ছিল।
কোনও রকমে তাদেরকে ব্যান্ডেজ করে খেলোনো হয়। অধিনায়ক প্রিন্স লাল সামন্তরও গোড়ালিতে ইনজুরি হয়। তাই ভাল খেলতে পারেনি বাংলাদেশ।’ ওমানের মাঠও একটি বড় সমস্যা বলে মনে করেন কোচ। তিনি বলেন, ‘আসলে ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সের যে টার্ফে খেলা হয়েছে, তা মাত্র পাঁচ দিন আগে বসানো হয়েছিল। এর মধ্যে আর কোনও খেলায় গড়ায়নি। তাই টার্ফে খেলতে গিয়ে আমাদের মতো অনেক দলের খেলোয়াড়রাই ইনজুরিতে পড়ে। গত পাঁচ থেকে ছয় বছর ধরেই ষষ্ঠ পজিশনে রয়েছি আমরা। এবারও তাই। ভাগ্য আমাদের এগুতে দেয়নি।’