খেলা
মোহামেডানকে হারিয়ে কিংসের প্রতিশোধ
স্পোর্টস রিপোর্টার
৩ জুন ২০২৩, শনিবারফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে হেরেই ট্রেবল জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে বসুন্ধরা কিংসের। সেই মোহামেডানই আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের ট্রফি ঘরে তুলেছে। আগেই শেখ রাসেলকে হারিয়ে টানা চতুর্থ বারের মতো লীগের শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। কাল লীগে ফের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস-মোহামেডান। দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে শেষ হাসি হেসেছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে লীগ চ্যাম্পিয়নরা। কিংসের দুই গোলদাতা মিগেল ফিগেইরা ও রাকিব হোসেন। মোহামেডানের গোল করেন ইমানুয়েল সানডে। প্রচণ্ড গরমে দুই দলের সম্মতিতে প্রথমবারের মতো কিংস অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয় ফ্লাডলাইটের আলোতে। ইতিহাস গড়া এই ম্যাচে শুরুর মিনিটেই ধাক্কা খায় বসুন্ধরা কিংস। ম্যাচের দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাকে আচমকা এক শটে গোল করে মোহামেডানকে লিড এনে দেন ইমানুয়েল সানডে। এদিন ইনজুরির কারণে একাদশে ছিলেন না মোহামেডানের ফেডারেশন কাপ জয়ের নায়ক সোলেমান দিয়াবাতে।
লীগের সর্বোচ্চ গোলাদাতা ডোরিয়েল্টন গোমেজকেও মাঠে নামায়নি বসুন্ধরা কিংস। তবে দুই দলের দুই সেরা তারকার অনুপস্থিতি খুব একটা চোখে পড়েনি। শুরুর দিকে ধাক্কাও কিংস সামলে ওঠে দারুণ ভাবে। ম্যাচে ১০তম মিনিটে মিগেল ফিগেইরার গোলে সমতায় ফেরে বসুন্ধরা। মাঝে রবসন রবিনহো একাধিক সুযোগ নষ্ট করার পর চ্যাম্পিয়নদের লিড এনে দেন রাকিব হোসেন। ম্যাচের ৪০তম মিনিটে রাকিবের দেয়া গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এ জয়ে ১৭ ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৪৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে রানার্সআপ ট্রফি নিশ্চিত করা আবাহনীর সংগ্রহ ৩৭। আসরে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১-১ গোলে ড্র করে অবনমনের পথে আজমপুর উত্তরা এফসি। ১৭ ম্যাচে আজমপুরের পয়েন্ট ৫। বাকি তিন ম্যাচ জিতলেও রেলিগেশন এড়ানো সম্ভব নয় এই দলটির। শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।