খেলা
মেসিদের সৌদি ফুটবলে আহ্বান রোনালদোর
স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৩, শনিবার
বছরের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ভেড়ায় আল নাসর এফসি। এতে বিশ্বজুড়ে নজরে আসে সৌদি প্রো লীগ। নিজেদের ফুটবল আরও জমজমাট করতে লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়দের ওপর নজর সৌদি আরবের। এবার মেসিদের প্রো লীগে যোগ দেয়ার আহ্বান জানালেন রোনালদো। লিওনেল মেসির পিএসজি অধ্যায় শেষ। নতুন মৌসুমে নতুন ঠিকানায় পাড়ি জমাবেন আর্জেন্টাইন সুপারস্টার। এই সুযোগে বিপুল পরিমাণ পারিশ্রমিক দিয়ে মেসিকে ভেড়াতে চায় সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। এদিকে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমারও সৌদি গমনের একটা গুঞ্জন তৈরি হয়েছে। শুধু মেসি-বেনজেমা নয়, সদ্য বার্সেলোনা ছাড়া সার্জিও বুসকেটস, পিএসজির স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস, রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচদের প্রো লীগে ভেড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর দাবি, ২০৩০ ফিফা ওয়ার্ল্ডকাপের আয়োজক হতে চায় সৌদি আরব।
সেজন্যই রোনালদো-মেসিদের মতো তারকা খেলোয়াড়দের ব্যবহার করতে চায় দেশটির সরকার। মৌসুম শেষে সৌদি প্রো লীগের (এসপিএল) সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘তারা যদি আসে, বড় বড় তারকা, বড় নাম... তারা তরুণ হোক বা বেশি বয়সী, তাদেরকে এখানে স্বাগত। কারণ সত্যিই তারা এলে এই লীগের কিছুটা হলেও উন্নতি হবে। এখানে বয়স কোনো ব্যাপার নয়।’ প্রো লীগের প্রশংসা করে রোনালদো বলেন, ‘এই লীগ খুব ভালো। তবে আরও ভালো করার সুযোগ আছে। এমনিতে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লীগ। ভালো ভালো দল, দারুণ সব স্থানীয় ফুটবলার আছে। তবে অবকাঠামোয় কিছুটা উন্নতি করতে হবে। রেফারির মান, ভিএআর পদ্ধতি... আরেকটু দ্রুতগতির হতে হবে। এরকম ছোটছোট জায়গাগুলোয় উন্নতি করতে হবে। আমার বিশ্বাস, তারা (লীগ কর্তৃপক্ষ) যেভাবে কাজ করে চলেছে, যেভাবে তারা করতে চায়, তা যদি করতে পারে, আগামী ৫ বছরে বিশ্বের শীর্ষ ৫ লীগের মধ্যে উঠে আসতে পারে সৌদি লীগ।’
গুঞ্জন রয়েছে, আল নাসর এফসিতে সুখে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টার নাকি ফিরতে চান ইউরোপিয়ান ফুটবলে। ভিন্ন সুর রোনালদোর কণ্ঠে। তিনি বলেন, ‘আমি এখানে দারুণ খুশি। এখানে থেকে যেতে চাই... এখানেই থাকব।’ বছরের শুরুতে রোনালদো যখন আল নাসর এফসিতে যোগ দেন, তখন ‘ট্রেবল’ জয়ের হাতছানি ছিল দলটির। তবে কিংস কাপ, সুপার কাপে ব্যর্থ হওয়া রোনালদোর দল জিততে পারেনি প্রো লীগের শিরোপাও। প্রো লীগে নিজের প্রথম মৌসুমে অর্জশূন্য থাকায় হতাশ রোনালদো। তবে আগামী মৌসুমে ভালো করার প্রত্যয় জানান তিনি। রোনালদো বলেন, ‘আমার আশা একটু ভিন্ন ছিল। সত্যি বলতে, এই মৌসুমে কিছু একটা জিততে চেয়েছিলাম। তবে সবসময় তো আর প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হয় না। কখনও কখনও আবেগ, ধারাবাহিকতা ও অধ্যাবসায় দিয়ে সেরাটা অর্জন করে নিতে হয়।’
রোনালদো বলেন, ‘আমার বিশ্বাস, আগামী বছর আমরা আরও অনেক উন্নতি করব। গত ৫-৬ মাসে দলটা অনেক উন্নতি করেছে। এমনকি এই লীগের অন্য দলগুলোও অনেক উন্নতি করেছে। কখনও কখনও কিছুটা সময় লাগে। তবে যদি বিশ্বাস থাকে এবং লক্ষ্যে অটুট থাকা যায়, তাহলে সবই সম্ভব। এই বছর কিছু জয়ের আশা করেছিলাম। আমরা পারিনি। তবে আগামী মৌসুমে আবারও ইতিবাচক থাকব এবং আত্মবিশ্বাসী থাকব যে চিত্র বদলাবে, আমরা আরও ভালো কিছু করব। কাজেই বিশ্বাস করে যেতে হবে এবং সেটা অর্জনে কাজ করে যেতে হবে।’