ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

উইন্ডিজের দায়িত্বে আরও দুই সাবেক অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার
৩ জুন ২০২৩, শনিবার
mzamin

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের কোচিং স্টাফে নিযুক্ত করা হলো আরও দুই সাবেক অধিনায়ককে। ওয়ানডে ও টি- টোয়েন্টি দলের প্রধান কোচ ড্যারেন স্যামির সহকারী হয়েছেন সাবেক দুই উইন্ডিজ অধিনায়ক কার্ল হুপার ও ফ্লয়েড রেইফার। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনও ক্যারিবীয় দলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন। ১০২ টেস্ট ও ২২৭ ওয়ানডে খেলা হুপার বিভিন্ন পর্যায়ে ক্যারিবিয়ান ও অস্ট্রেলিয়ায় কোচিংয়ের দায়িত্ব সামলেছেন। এখন অস্ট্রেলিয়ায় থিতু হওয়া সাবেক এই ক্রিকেটার ২০২২-২৩ অস্ট্রেলিয়ান সামারে বিগ ব্যাশ লীগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ ছিলেন।

 এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে এন্টিগা হকবিলস ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে কাজ করেছেন সাবেক অফস্পিনার। বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের মেন্টরও ছিলেন হুপার। গত মাসে সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পান আরেক সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। ছয় টেস্ট, আট ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলা রেইফার ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ দলের ক্যারিবিয়ান সফরে স্বাগতিকদের টেস্টে নেতৃত্ব দেয়া রেইফারকে পরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ও সিনিয়র পুরুষ দলে কোচের ভূমিকায় দেখা গেছে। এছাড়া ২০২১ সালে পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন রেইফার। 

সিপিএলে জ্যামাইকা তাল্লাওয়াসেরর হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ফ্রাঙ্কলিন নিউজিল্যান্ডের হয়ে ক্যারিয়ারে ৩১ টেস্ট, ১১০ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন। ইংলিশ কাউন্টি দল ডারহামের প্রধান কোচ ছিলেন ফ্রাঙ্কলিন। পুরুষদের হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফিনিক্সের সহকারী কোচ এবং আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, নতুন সহকারী কোচদের স্বল্প মেয়াদে চুক্তি করেছে তারা। ২০২৩ সালের আগস্টে ভারত সিরিজের পর তাদের কাজের মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status