ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

আজই পিএসজিতে মেসির শেষ নাকি?

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৩, শনিবার

লিওনেল মেসির পিএসজি অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ে। তিনি জানান, মৌসুমের শেষ ম্যাচে তৈরি হবে আর্জেন্টাইন সুপারস্টারের বিদায়ের মঞ্চ। বৃহস্পতিবার পিএসজি কোচের বিবৃতির পর ভিন্ন বার্তা দেন ক্লাবের এক মুখপাত্র। তার ভাষ্য, এখনই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না মেসির। ধোঁয়াশাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই আজ পার্ক দেস প্রিন্সেসে ক্লেরমঁ ফুটের বিপক্ষে নামছেন মেসি। আগের ম্যাচে স্ট্রসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফরাসি লিগ ওয়ান জেতে পিএসজি। আজ রাত ১টায় ঘরের মাঠে ক্লেরর্ম ফুটের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে লা প্যারিসিয়ানরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেন, ‘ক্লেরমঁ ফুটের বিপক্ষে পিএসজির হয়ে মেসির শেষ ম্যাচ হতে চলেছে। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার।

 পার্ক দেস প্রিন্সেসে এটাই মেসির শেষ ম্যাচ হতে চলেছে।’ এই খবর প্রকাশ হওয়ার ঘণ্টা খানেক পরই রয়টার্সকে পিএসজির মুখপাত্র সাক্ষাৎকার দেন। তিনি বলেন, ‘এটা হবে এই মৌসুমে তার (মেসি) শেষ ম্যাচ।’ পিএসজির দুই কর্তার দুই ভাষ্যে ধোঁয়াশা বেড়েছে।   এর অর্থ হলো এইযে, এখনো মেসির সঙ্গে চুক্তি নবায়নের আশা ছাড়েনি লা প্যারিসিয়ানরা। আগামী ৩০শে জুন মেসির সঙ্গে পিএসজির ২ বছরের চুক্তির মেয়াদ শেষ হবে।  ক্লেরমঁ ফুটের বিপক্ষে পিএসজির হয়ে মেসির শেষ ম্যাচ হোক বা না হোক, এই ম্যাচে কিন্তু দারুণ এক কীর্তি ছুঁতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার। এই স্পটকিক বাদে জোড়া গোল করলে ৭০০ নন-পেনাল্টি গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি। পিএসজির সবশেষ ম্যাচে স্ট্রসবুর্গের বিপক্ষে ১টি গোল করেন তিনি। এতে তার নন-পেনাল্টি গোল হয় ৬৯৮টি। ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, বার্সেলোনা এবং পিএসজির হয়ে এখন পর্যন্ত ১ হাজার ২৬টি ম্যাচ খেলে ৮০৬টি গোল করেছেন মেসি। এর মধ্যে ১০৮টি গোল পেনাল্টি থেকে পেয়েছেন সাতটি ব্যালন ডি’অরের মালিক।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status