অনলাইন
সরকারের উদ্যোগের কারণে দেশের অর্থনীতি প্রাণবন্ত রয়েছে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
(৩ মাস আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

কোভিড-১৯ ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতি প্রাণবন্ত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার দেশের অর্থনীতিকে কোভিড-পূর্ব অগ্রগতির ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি। বলেন, কোভিড-১৯ এর ভয়াবহতার মধ্যেও ২০১৯-২০ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। যা ওই সময়ে বিশ্বে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে অন্যতম।
শেখ হাসিনা বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি ৬ দশমিক ৯৪ শতাংশে উন্নিত হয়েছে। যার ধারাবাহিকতায় পরের এটি দাঁড়িয়েছে ৭ দশমিক ১০ শতাংশে। সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতি চাঙা রাখতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। যার মধ্যে রয়েছে- সরকারি ব্যয় সংকোচন নীতি, সামাজিক সুরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি, রপ্তানি প্রণোদনা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের করা আরেক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার থেকে নিম্ন আয়ের মানুষ সুবিধা পাচ্ছে।
পাঠকের মতামত
প্রাণবন্ত শব্দটা তার ভাড়াত প্রাভুর দেশ থেকে ধার করা।বাস্তবতা হলো, চেতনাব্যবসা,ভাড়াতের দালালি আর সীমাহীন দুর্নীতিতে প্রাণবন্ত পরিবেশ সর্বত্র বিরাজ করছে।
প্রাণবন্ত অর্থনীতির গল্প না শুনাইয়া সঠিক তথ্য দিলে জাতি উপকৃত হবে এবং সে মোতাবেক প্রস্তুতি নিবে।
সঠিক তথ্য দিন।
প্রাণবন্ত অর্থনীতির গল্প না শুনাইয়া সারাদেশে অভাবগ্রস্ত পরিবারের সংখ্যা কত সেটি বলুন।
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
অনলাইন সর্বাধিক পঠিত
ভিসা নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী/ ছেলের ভিসা বাতিল করলে করবে
এমপি বাহারের আবেদনে সাড়া মেলেনি/ ঘরের বউকে ঘরে তুলতে বললেন আদালত
এনডিটিভি'তে সাগরিকা সিনহা/ শেখ হাসিনার ধারণা, বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]