বাংলারজমিন
ওসমানীনগরে মাইক্রোবাস চালক হত্যায় ৩ আসামির যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবারসিলেটের ওসমানীনগরে মাইক্রোবাস চালক আবদাল মিয়া হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড আরও ৭ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, তিন আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া মামলার আরেক আসামি আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে হত্যা মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. জুবায়ের বখত গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ডালিম মিয়া, কানাইঘাটের ঝিংগাবাড়ি এলাকার রহমত উল্ল্যার ছেলে মো. দুলাল মিয়া ও সিলেটের বালাগঞ্জ জামালপুরের তোরাব আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে আলীউর রহমান লখন। মামলার বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. জুবায়ের বখত বলেন, ২০১২ খ্রিষ্টাব্দের ১৯শে জুলাই ওসমানীনগরের কাগজপুর গ্রামের কবীর মিয়ার ছেলে আবদাল মিয়াকে হত্যা করা হয়। হত্যার আগে পরিকল্পিতভাবে দণ্ডিত আসামি ডালিম মিয়া তাকে গাড়ি বিক্রি করে দেয়ার জন্য বাড়ি থেকে ডেকে নেন। তার মাইক্রোবাসটি বিক্রির জন্য বের করে আনলেও সেটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা দবির মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তারের পর ডালিম ও দুলাল ১৬৪ ধারায় আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন, এডভোকেট মোতাহির আলী ও সৈয়দ তারেক আহমদ।