বাংলারজমিন
হবিগঞ্জে খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
হবিগঞ্জ শহরের খোয়াই নদীর তীরে অবস্থিত যশেরআব্দা খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শত শত তরুণ, সচেতন লোকজনের পাশাপাশি পরিবেশবাদী নেতৃবৃন্দসহ হবিগঞ্জ শহরের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, যশেরআব্দা এলাকার আকাশ মিয়া, নুরুল হক, শাহজাহান মিয়া, এমরান মিয়া, জয়নাল মিয়া প্রমুখ। মানববন্ধনে হবিগঞ্জ নাগরিক আন্দোলনের সভাপতি পীযুষ চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি প্রভাবশালী ব্যক্তি দ্বারা যশেরআব্দা খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে।
তখন থেকে আমরা যশেরআব্দা এলাকাবাসীর খেলার মাঠ উদ্ধারে আমরা সাথে থাকবো। মাঠ দখল করে যে বা যারা আমাদের শিশু-কিশোর ও বাচ্চাদের ঘরে বন্দি করে রাখতে চায়, অনতিবিলম্বে ওই মাঠটি খেলাধুলার জন্য অবারিত করে মানবিকতার পরিচয় দেবেন। নইলে হবিগঞ্জ শহরের সকল সচেতন নাগরিকদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, আমাদের উন্মুক্ত স্থান ও খেলার মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতালিপ্সুরা যুগ যুগ ধরে এটা করে চলেছেন। যশেরআব্দা খেলার মাঠটিতে শিশু-কিশোররা দীর্ঘদিন ধরে খেলাধুলা করছেন। কিন্তু মাঠটি দখলে পাঁয়তারা চালাচ্ছেন প্রভাবশালীরা। আপনারা জানেন এখানে একটি নৌকাঘাট ছিল। কিন্তু শতবর্ষের এই গরুর বাজার নৌকাঘাটটি নেই।
আমরা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে নৌকাঘাট রক্ষায় অনেকবার আন্দোলন করেছি। সর্বশেষ ২০১৩ সালে আমরা কর্মসূচি করেছি। এরপর অনিয়ন্ত্রিত- অপরিকল্পিতভাবে বাঁধ দিয়ে বালু উত্তোলনের ফলে খোয়াই নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে সেখানে মাঠ হয়ে যাওয়ায় এলাকাবাসী সেখানে খেলাধুলা করে আসছেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তি মাঠটি দখলের অপচেষ্টা করছেন। আমরা কয়েকদিনের মধ্যে জায়গাটি পরিদর্শনে যাব। তারপর পরিবেশবাদী, ক্রীড়ামোদি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকদের সমন্বয়ে মাঠটি উদ্ধারে জোরদার আন্দোলন করা হবে। মানববন্ধনে তরুণরা খেলার মাঠ উদ্ধারে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।