ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
১ জুন ২০২৩, বৃহস্পতিবার

নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে মহিউদ্দিনসহ আপন ছোট ভাইদের বিরুদ্ধে বড় ভাই জসিম উদ্দিনের ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। একইসঙ্গে তারা মামলাকারী বড় ভাইয়ের বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে এলাকাবাসী জানান, বড় ভাই জসিম উদ্দিন (৬০) পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে তারই ৩ ছোট ভাই মহিউদ্দিন (৩৫), রফিক মিয়া (৩৮) ও জামাল উদ্দিন (৩৩)’র ওপর মিথ্যা অভিযোগে নরসিংদী আদালতে হয়রানিমূলক মামলা করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৬ই জুলাই দুপুরে মাঝেরচর নৌকা ঘাটে জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মেঘনায় ফেলে দেয়। পরে কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে ভালো করে। 

এ ছাড়াও চলতি বছরের ৩রা মে সন্ধ্যায় তার বাড়িতে নির্মাণাধীন ভবনের জন্য রড সিমেন্ট কেনার টাকা নিয়ে বাড়িতে আসার পথে বাড়ির সামনে নৌকা ঘাটে নামলে তার আপন ছোট ভাইসহ অজ্ঞাত কয়েকজন নিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার সঙ্গে থাকা টাকা ছিনতাই করে বলে অভিযোগ করেন। এ অভিযোগগুলো হয়রানিমূলক বলে মন্তব্য করেন স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী। মহিউদ্দিন বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে তার ভাই তাকেসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তিনি বলেন, তার বড় ভাই জসিমের সঙ্গে তার কোনো প্রকার ঝগড়া বা অভিযোগে উল্লেখিত এমন কোনো ঘটনা ঘটেনি। সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা অভিযোগ করেছে। তার সঙ্গে জমি নিয়ে কিছু সমস্যা আছে। 

সামাজিক ভাবে তিনি না মানলে আমি আইনের আশ্রয় নিলে ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখতে পুলিশ নির্দেশনা দেয়।

বিজ্ঞাপন
কিন্তু তিনি আইনি বাধাকে উপেক্ষা করেই অন্য মিস্ত্রি দিয়ে বাড়ির নির্মাণকাজ করাচ্ছেন। শেষে তিনি প্রশাসনের নিকট সকল ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার দাবি করেন। চাঁনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সাবেক সদস্য পণ্ডিত মেম্বার বলেন, জসিমের সঙ্গে মহিউদ্দিনের এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা। আজ পর্যন্ত মহিউদ্দিনের নামে আমরা কোনো এমন খবর শুনিনি। এ ছাড়াও জসিম উদ্দিনের করা অভিযোগে উল্লেখিত সাক্ষী তার মামা সিরাজ মিয়া বলেন, আমাকে জড়িয়ে যে ঘটনা উল্লেখ করা হয়েছে আমি তার কিছুই জানি না। এ ব্যাপারে অভিযোগকারী জসিম উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status