বাংলারজমিন
মৌলভীবাজারে ইভটিজিংয়ের অভিযোগে ৩ যুবকের জরিমানা
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবারমৌলভীবাজার শহরে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ইভটিজিংয়ের শিকার হচ্ছেন। জেলা শহরের কয়েকটি নির্দিষ্ট স্পটে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। লজ্জায় ও ভয়ে কোনো মেয়েরাই প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এর প্রতিবাদ করেন না। এমনকি অভিভাবকদেরও বলেন না। আর এ কারণে দিন দিন ওই চক্রটি সক্রিয় হয়ে উঠছে। জানা যায়, স্কুলের ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে তিন যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। গতকাল দুপুরে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন বিষয়টি মুঠোফোনে মানবজমিনকে নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন- মুজিবুর রহমান, শাহরিয়ার রহমান ও আকাশ আহমদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন জানান, দুপুরে স্কুল থেকে ছাত্রীরা বাড়ি যাওয়ার পথে তিন জন ছেলে ইভটিজিং করে। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেনাল কোড- ১৮৬০ এর ৫০৯ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে অর্থদণ্ড আদায় করে দোষীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। শিক্ষার্থী ও ওই এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই স্কুল শুরু ও ছুটির সময় একদল বখাটে ছেলেরা ওখানে ঘুরাফেরা করে ছাত্রীদের নানা ভাবে উত্ত্যক্ত করে। এ ছাড়াও শহরের বেশক’টি স্পটে স্কুল ও কলেজগামী মেয়েদের বখাটেরা নানা ভাবে ইভটিজিং করে। অভিভাবক ও শিক্ষার্থীদের দাবি স্কুল কলেজ চলাকালীন সময়ে একটি টহল পুলিশের দল ওই স্থানগুলোতে থাকলে মেয়েরা নিরাপদে ও শঙ্কামুক্ত ভাবে বাড়ি ফিরতে পারতো।